ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সৌদি থেকে ৩৫ শতাংশ কম রেমিট্যান্স গেল বাইরে

প্রকাশিত: ২১:০১, ৩১ আগস্ট ২০১৬

সৌদি থেকে ৩৫ শতাংশ কম রেমিট্যান্স গেল বাইরে

অর্থনৈতিক রিপোর্টার॥ সৌদি আরব থেকে প্রবাসী শ্রমিকদের পাঠানো টাকায় ভাটা পড়েছে। দেশটির মুদ্রা এজেন্সি বলছে, জুলাই মাসে তাদের দেশ থেকে বিভিন্ন দেশের প্রবাসীরা ৩৫ শতাংশ টাকা কম পাঠিয়েছে। এ মাসে বিদেশি রেমিটেন্সের পরিমাণ ছিল ১ হাজার ৩০ কোটি সৌদি রিয়েছে। গত জুনে যা ছিল ১ হাজার ৫৮০ কোটি রিয়েল। অর্থাৎ আলোচিত মাসে প্রবাসীদের দেশে পাঠানো টাকা কমেছে সাড়ে ৫০০ কোটি রিয়েল। শতাংশ হিসেবে যা ৩৫। আরব নিউজের এক খবরে বলা হচ্ছে, ২০১৩ সালের পর জুলাইয়ের এ চিত্র সর্বনিম্ন। তবে ২০১৫ সালের জুলাইয়ের তুলনায় তা ১৯ শতাংশ কম। এ সময় রেমিটেন্স কমে ২৪০ কোটি রিয়েল। গত দেড় বছরে সস্তা তেলে ধরা খেয়ে অর্থনীতিতে এক রকম কাবু হয়ে গেছে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী এ দেশটি। এরপর সোজা হয়ে দাঁড়ানোর উদ্যোগ নেই সৌদি আরব। মোবাইল খাতে প্রবাসীদের বিদায় করা, স্থানীয়দের কর্মসংস্থান তৈরি করা, নাগরিকদের ওপর থেকে ভর্তুকি তুলে নেওয়া, পুঁজিবাজারে আসাসহ নানা পদক্ষেপ নেওয়া হয়। এর মধ্যে কিছু সুফল হয়তো ঘরে তুলতে পেরেছে দেশটি। এর মধ্যে প্রবাসীদের রেমিটেন্স কমে যাওয়া অন্যতম। তবে মাথায় হাত দিতে হচ্ছে প্রবাসীদের। সম্প্রতি দেশটি প্রবাসীদের আয় থেকে ৬ শতাংশ হারে রেমিটেন্স কেটে নেওয়ারও প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ, ফিলিপাইন, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ভারত, নেপালসহ বিভিন্ন দেশ থেকে সৌদিতে যাওয়া প্রবাসীরা রেমিটেন্স পাঠায়। যা এসব দেশের অর্থনীতিতে বড় অবদান রাখে। আরব নিউজের খবর অনুযায়ী, দেশটিতে প্রায় ১ কোটি প্রবাসী শ্রমিক রয়েছে। যারা জুলাই মাসে গড়ে ১০৯৬ রিয়েল করে দেশে পাঠিয়েছে। জুনে এর পরিমাণ ছিল গড়ে ১ হাজার ৬৮৫ সৌদি রিয়েল। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, উপসাগরীয় অঞ্চল থেকে প্রবাসী শ্রমিকরা যে রেমিট্যান্স পাঠায়; তা বাংলাদেশের অর্থনীতিতে ১৫ শতাংশেরও বেশি অবদান রাখে। কিন্তু গত ১২ মাসে (মে মাস পর্যন্ত) যে প্রবাসী আয় এসেছে তা আগের বছরের একই সময়ের তুলনায় ৪.১ শতাংশ কম। ফিলিপাইন বলছে, সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরব ও আরব আমিরাত থেকে তাদের প্রবাসী আয় আসা কমেছে ৬ শতাংশ। ২০১৫ সাল ও সাম্প্রতিক সময়ে একই ধরনের তথ্য দিয়েছে শ্রীলঙ্কা, ভারত, নেপাল। বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে, গত জুলাই মাসে মোট রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ৫৪ লাখ ৩০ হাজার ডলার। যা ২০১৫১৫-২০১৬ অর্থবছরের জুলাই মাসে এর পরিমাণ ছিল ১৩৮ কোটি ৯৫ লাখ ৬০ ডলার। সেই হিসাবে রেমিট্যান্স কমেছে ২৭ দশমিক ৬৪ শতাংশ বা ৩৮ কোটি ৪১ লাখ ৩০ হাজার ডলার।
×