ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বোকামীর দন্ড

প্রকাশিত: ২০:০৪, ৩১ আগস্ট ২০১৬

বোকামীর দন্ড

অনলাইন ডেস্ক॥ হেঁটে গেলে সময় লাগতো ৫ মিনিট। কিন্তু নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য ইউবার ট্যাক্সিক্যাব ভাড়া করলেন হান্না ওয়ারম্যান নামের এক নারী। তবে বিপত্তিটা ঘটে অন্য যায়গায়। ট্যাক্সিতে উঠেই ঘুমিয়ে পড়েন তিনি। আর ট্যাক্সি ড্রাইভার তাকে ভুল করে নিয়ে গেলেন ৩৫ মাইল দূরে। এই দূরত্বের ভাড়া ৮৫ পাউন্ড। যা বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে ৮ হাজার টাকা। এমনই ঘটনা ঘটেছে লন্ডনে। ইনডিপেন্ডেন্টকে দেয়া এক সাক্ষাৎকারে হান্না জানান, ওই দিন তিনি ড্রিংক করেছিলেন। তাই হেঁটে যাওয়ার চেয়ে ট্যাক্সিতে যাওয়াটা নিরাপদ মনে করে একটি ট্যাক্সি ভাড়া করেন। অতিরিক্ত ড্রিংকস করার কারণে ট্যাক্সিতে উঠেই ঘুমিয়ে পড়েন তিনি। আর তার ঘুম ভাঙে ৯০ মিনিট পর। ততক্ষণে ট্যাক্সি চলে গেছে ৩৫ মাইল দূরে। ট্যাক্সি ড্রাইভার নতুন হওয়ায় ভুল করে অন্য রাস্তায় নিয়ে যান। তবে অবশ্য ভাড়ার টাকা পুরোটাই ফিরিয়ে দেয়া হয়েছে হান্নাকে।
×