ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ভবন থেকে পড়ে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

প্রকাশিত: ০৮:৫৫, ৩১ আগস্ট ২০১৬

রাজধানীতে ভবন থেকে পড়ে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বিজয়নগরে বহুতল ভবনের ১০তলা থেকে পড়ে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের নিচ তলায় রেডিওলজি বিভাগের বাথরুম থেকে দড়ি বাঁধা অবস্থায় পরিত্যক্ত হাতকড়া উদ্ধার হয়েছে। মঙ্গলবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ সব তথ্য জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, রাজধানীর পল্টন বিজয়নগর এলাকার একটি বহুতল ভবন থেকে পড়ে তৈয়ব দেওয়ান (৪৫) নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। তিনি বায়রা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কোম্পানিতে ইলেক্ট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। তার গ্রামের বাড়ি ঢাকা নবাবগঞ্জে। বায়রা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের অফিস সহকারী তারেক হোসেন জানান, সোমবার দুপুরে ১৬ তলাবিশিষ্ট মাহতাব সেন্টার ভবনের ১০তলা বায়রা লাইফ ইন্স্যুরেন্সের সানশেডের এয়ারকন্ডিশনারের কাজ করতে গিয়ে তৈয়ব নিচে পড়ে যান। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।
×