ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ০৮:৪৫, ৩১ আগস্ট ২০১৬

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা সেনানিবাস এলাকায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে হাসপাতালের নিচতলার একটি কক্ষে আগুন লাগার ঘণ্টা দেড়েক পর তা নিয়ন্ত্রণে আসে বলে ক্যান্টনমেন্ট থানার ওসি মাহবুবুর রহমান জানান। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভাতে কাজ করে বলে বাহিনীর নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা মিজানুর রহমান জানান। তিনি বলেন, হাসপাতালের পঞ্চম তলার একটি ‘স্টোর রুমে’ আগুন লেগেছিল। তবে ওসি মাহবুবুর বলছেন, নিচতলায় ‘আবর্জনা’ রাখার ছোট একটি কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ধোঁয়া হাসপাতালের ১০তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এতে কেউ দগ্ধ হয়নি।
×