ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার পদক তুলে নিলেও মানুষের বুকের মধ্যে থাকবেন জিয়া ॥ ফখরুল

প্রকাশিত: ০৮:৪৪, ৩১ আগস্ট ২০১৬

সরকার পদক তুলে নিলেও মানুষের বুকের মধ্যে থাকবেন জিয়া ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ সরকার প্রত্যাহার করলেও জিয়াউর রহমানের পদক এদেশের মানুষের বুকের মধ্যে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ফখরুল বলেন, জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে দেয়ার জন্য ষড়যন্ত্র চলছে। এরই অংশ হিসেবে তার পদক প্রত্যাহার করা হচ্ছে। কিন্তু মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঙ্গে জিয়াউর রহমানের নাম ওতপ্রোতোভাবে জড়িত। স্বাধীনতার ইতিহাস থেকে তার নাম মুছে ফেলা যাবে না। তিনি বলেন, জিয়াউর রহমানকে অস্বীকার করা হলে দেশের স্বাধীনতা যুদ্ধকেও অস্বীকার করা হবে। দেশের মিডিয়াও এখন অসহায় হয়ে পড়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সকল গণমাধ্যম সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। আর যেখানে প্রধানমন্ত্রী বলেছেন, অনুমতি দিতেও পারি আবার ছিনিয়েও নিতে পারি। সেখানে কোন মিডিয়ার কয়টা মাথা আছে যে তারা সরকারের নির্দেশের বাইরে গিয়ে কাজ করবে। তাই মিডিয়াও সরকারের কাছে অসহায় হয়ে পড়েছে। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আসাদুজ্জামান।
×