ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রায়ের কপি কাশিমপুর কারাগারে

প্রকাশিত: ০৭:৫৯, ৩১ আগস্ট ২০১৬

রায়ের কপি কাশিমপুর কারাগারে

স্টাফ রিপোর্টার ॥ মীর কাশেম আলীর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের পূর্ণাঙ্গ রায়ের কপি গাজীপুরের কাশিমপুর কারাগারে পৌঁছেছে। মঙ্গলবার রাত ১২টা ৪৮ মিনিটে রায়ের কপি কারাগারে পৌঁছে বলে জানান কাশিমপুর কারাগারের পার্ট-২-এর জেলার নাশির আহমেদ। এর আগে রায়ের অনুলিপি ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জে) পৌঁছে। মঙ্গলবার রাতে ট্রাইব্যুনালের আইন গবেষণা কর্মকর্তা ফাহিম ফয়সালসহ চারজন রায়ের কপি নিয়ে কারাগারে যান। রাত ৯টার রায়ের অনুলিপি কেন্দ্রীয় কারাগারে পৌঁছে বলে জ্যেষ্ঠ জেল সুপার মোহাম্মদ জাহাঙ্গীর কবির জানান। কেরানীগঞ্জ কারাগার থেকে রায়ের কপি পুলিশ পাহারায় বিশেষ বার্তা বাহকের মাধ্যমে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ তে পাঠানো হয়। কারাগারে মীর কাশেম আলীকে রায়ের কপি পড়ে শোনানো হবে। এরপর জানতে চাওয়া হবে তিনি রাষ্ট্রপতির নিকট প্রাণভিক্ষা চাইবেন কিনা। রায় ঘোষণার পর বিকেল পাঁচটা ১ মিনিটে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ আপীল বিভাগের অপর চার বিচারপতির স্বাক্ষরের পর ২৯ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। রায়টি সুপ্রীমকোর্টের ডেপুটি রেজিস্ট্রার মেহেদী হাসানের মাধ্যমে ট্রাইব্যুনালে আসে। ট্রাইব্যুনালের স্বাক্ষরের পর আনুষ্ঠানিকতা শেষে আদেশ লাল সালুতে মুড়িয়ে কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রায়ের কপি পাঠানো হয়েছে। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহিদুল ইসলাম ঝিনুক বিষয়টি নিশ্চিত করেছেন।
×