ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পৌরনীতি ও সুশাসন ২য় পত্র

প্রকাশিত: ০৬:৩৮, ৩১ আগস্ট ২০১৬

পৌরনীতি ও সুশাসন ২য় পত্র

১. কতজন সংসদ সদস্যের উপস্থিতিতে ‘কোরাম’ হবে? ক) ৪০ খ) ৫০ গ) ৬০ ঘ) ৭০ ২. কোন ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার অযোগ্য ব্যক্তি নন? ক) অপ্রকৃতিস্থ কোন ব্যক্তি খ)স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক (বেসরকারি) গ) দেউলিয়া ঘোষিত ব্যক্তি ঘ) ফৌজদারি মামলায় ২ বছর সাজাপ্রাপ্ত ব্যক্তি ৩. ১৯৫৪ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেও কোন দল বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি? ক) কংগ্রেস খ) জনতা পার্টি গ) মুসলিম লীগ ঘ) যুক্তফ্রন্ট ৪. ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্যদের কোন ওয়ার্ডের ভোটার তালিকার নাম থাকতে হবে? ক) সংশ্লিষ্ট ওয়ার্ডে খ) যে কোনো ওয়ার্ডে গ) সংশ্লিষ্ট ইউনিয়নের ঘ) যে কোনো ইউনিয়নের ৫. ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের ঘোষণায় মুসলমানদের ওপর নেমে আসে- ক) সুখের ছায়া খ) শান্তির পরশ গ) দুর্যোগের ঘনঘটা ঘ) বিষাদের ছায়া ৬. দুর্নীতির কারণে কোনটি বাধাগ্রস্ত হয়? ক) ন্যায়বিচার খ) ব্যবসা-বাণিজ্য গ) রাজনৈতিক কর্মকা- ঘ) শাসন বিভাগের কর্মকা- ৭. সরকারি কর্মকমিশনের সভাপতি ও সদস্যগণ কার কাছে স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করতে পারবেন? ক) প্রধানমন্ত্রী খ) স্পিকার গ) রাষ্ট্রপতি ঘ) প্রধান উপদেষ্টা ৮. পৃথিবীর প্রায় সকল স্বাধীন ও সর্বাভৌম রাষ্ট্র কোন সংগঠনের সদস্য? ক) জাতিসংঘ খ) কমনওয়েলথ গ) ওপেক ঘ) ন্যাম ৯. লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত কিসের চূড়ান্ত রূপ? ক) সামন্তবাদ খ) রাজতন্ত্র গ) সমাজতন্ত্র ঘ) গণতন্ত্র ১০. জোটনিরপেক্ষ আন্দোলনের ইংরেজি সংক্ষিপ্ত রূপ কী? ক) ঘঅঞঙ খ) ঘঅগ গ) টঘ ঘ) ডঅজঝঙ ১১. ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’Ñ কোন তারিখে বঙ্গবন্ধু এই ঐতিহাসিক ভাষণ প্রদান করেন? ক) ১ মার্চ খ) ২ মার্চ গ) ৩ মার্চ ঘ) ৭ মার্চ ১২. ইউনিয়ন পরিষদে সংরক্ষিত মহিলা আসন সংখ্যা কত? ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫ ১৩. এ্যাটর্নি জেনারেলকে কারা সহায়তা করে থাকেন? ক) সহকারী কমিশনার খ) সহকারী এ্যাটর্নি জেনারেল গ) সহকারী সচিব ঘ) মন্ত্রিবর্গ ১৪. বিশ্বের কোন ধরনের দেশসমূহে স্থানীয় শাসন ও স্থানীয় স্বায়ত্তশাসনকে এক করে দেখা হয়? ক) উন্নত খ) অনুন্নত গ) উন্নয়শীল ঘ) বৃহৎ ১৫. ‘১৫ চড়রহঃ অপঃরড়হ চৎড়মৎধসসব’ বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে উপস্থাপন করে? ক) ৩৩ খ) ৩৪ গ) ৩৫ ঘ) ৩৬ ১৬. বিচারকরা শুধুমাত্র কিসের অধীনে থাকেন? ক) সচিবালয়ের খ) আইনের গ) মন্ত্রণালয়ের ঘ) সুপ্রীমকোর্টের ১৭. বাংলাদেশের প্রথম গণপরিষদের ডেপুটি স্পিকার কে ছিলেন? ক) মোহাম্মদ উল্লাহ খ) মাহমুদুল্লাহ গ) শফিউল্লাহ ঘ) মোঃ আব্দুল্লাহ ১৮. যে অবস্থার প্রেক্ষিতে লাহোর প্রস্তাব গৃহীত হয়- র. ১৯২৮ সালের নেহেরু বিপোর্টের কারণে রর. ১৯৩৫ সালের ভারত শাসন আইনের কার্যকারিতা ররর. দ্বিজাতি তত্ত্বের কারণে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ১৯. সরকারের আইনবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন কে? ক) এ্যাটর্নি জেনারেল খ) প্রধান বিচারপতি গ) প্রধানমন্ত্রী ঘ) রাষ্ট্রপতি ২০. বাংলাদেশের দুর্নীতি দমনে সহায়ক ভূমিকা পালন করতে পারে- র. প্রশাসনিক সংস্কার রর. রাজনৈতিক স্থিতিশীলতা ররর. বহুমুখী স্থায়ী উদ্যেগ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ২১. ১৯৭২-এর সংবিধানে কোনটি মূলনীতি হিসেবে উল্লেখ ছিল না? ক) সর্বশক্তিমানের প্রতি বিশ্বাস খ) জাতীয়তাবাদ গ) সমাজতন্ত্র ঘ) গণতন্ত্র ২২. বাংলাদেশ সংবিধানের খসড়া সংবিধান কার্যকর হয় কখন থেকে? ক) ১২ অক্টোবর, ১৯৭২ খ) ৪ নভেম্বর, ১৯৭২ গ) ১৪ ডিসেম্বর, ১৯৭২ ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭২ ২৩. ১৯৫৬ সালের সংবিধানে পাকিস্তানে শাসনব্যবস্থা প্রণয়ন করা হয়? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি সঠিক উত্তর : ১. (গ) ২. (খ) ৩. (ঘ) ৪. (ক) ৫. (ঘ) ৬. (ক) ৭. (গ) ৮. (ক) ৯. (ক) ১০. (খ) ১১. (ঘ) ১২. (খ) ১৩. (খ) ১৪. (ক) ১৫. (খ) ১৬. (খ) ১৭. (ক) ১৮. (ঘ) ১৯. (ক) ২০. (ঘ) ২১. (ক) ২২. (ঘ) ২৩. (ক)
×