ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মালদ্বীপ গেল বাংলাদেশ ফুটবল দল

প্রকাশিত: ০৬:৩৪, ৩১ আগস্ট ২০১৬

মালদ্বীপ গেল বাংলাদেশ ফুটবল দল

স্পোর্টস রিপোর্টার ॥ ‘এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের প্লে অফ-২’ পর্বে আগামী ৬ সেপ্টেম্বর নিজেদের মাটিতে ভুটানকে মোকাবেলা করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ ম্যাচের পূর্ব প্রস্তুতি হিসেবে আগামী ১ সেপ্টেম্বর মালদ্বীপের সঙ্গে একটি ‘এ্যাওয়ে’ প্রীতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ দল। এ লক্ষ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে মঙ্গলবার বাংলাদেশ ফুটবল দল দুপুরে মালদ্বীপের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। খেলা শেষে আগামী ৩ সেপ্টেম্বর সকালে ঢাকায় ফিরবে দল। এদিকে বেলজিয়াম থেকে সরাসরি মালদ্বীপে এসে দলের সঙ্গে যোগ দেবেন বাংলাদেশ দলের হেড কোচ টম সেইন্টফিট। শেখ রাসেলের কোচ মানিক স্পোর্টস রিপোর্টার ॥ ফুটবলে একটি দলে কোচ আসে, কোচ যায়। পদটি খুব বেশি সময় ধরে ফাঁকা থাকে না। শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড ফুটবল দলের কোচের পদ থেকে গত ২৭ আগস্ট পদত্যাগ করেছিলেন মারুফুল হক। সোমবার তার পদে দায়িত্ব বুঝে নিয়েছেন শফিকুল ইসলাম মানিক। দায়িত্ব নিয়ে মানিক জানান, সামনে তার জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বাংলাদেশ প্রিমিয়ার লীগের পয়েট টেবিলে সবার শেষে শেখ রাসেল। এই মুহূর্তে তার লক্ষ্য এই দুরবস্থা থেকে দলের উত্তরণ ঘটনো। তিনি আরও বলেন, ‘দলের বেশকিছু পজিশনে ঘাটতি আছে। আছে ইনজুরির সমস্যাও। আছে কিছু সমন্বয়হীনতাও আছে। দলের মূল সমস্যা তারা গোল পায়নি। পায়নি ভাগ্যের সহায়তাও। তাই সবদিক থেকে ভালভাবে শুরু করতে পারছি কই?’
×