ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শোয়াইনস্টাইগারের বিদায়ী ম্যাচ আজ

প্রকাশিত: ০৬:৩৩, ৩১ আগস্ট ২০১৬

শোয়াইনস্টাইগারের বিদায়ী ম্যাচ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিয়ারের ইতি টানার সময় হয়ে গেছে। একটি ম্যাচ খেলেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দেবেন বাস্তিয়ান শোয়াইনস্টাইগার। ফিনল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচই হবে তার জার্মান জার্সিতে খেলা শেষ ম্যাচ। ম্যাচটি অনুষ্ঠিত হবে বরুসিয়া মনচেনগ্লাডবাখে। কিন্তু জার্মান ফুটবল ভক্তদের মধ্যে তেমন উৎসাহ নেই ম্যাচটি ঘিরে। এমনকি শোয়াইনস্টাইগারের বিদায় নিয়েও একেবারে নিস্পৃহ তারা। আজই ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচটি দেখার জন্য জার্মান মানুষরা স্টেডিয়ামমুখী হচ্ছেন না তেমন। টিকেট কেনার তেমন ধুম নেই। ৪৩ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে ঢোকার জন্য মাত্র অর্ধেকেরও কম টিকেট বিক্রি হয়েছে। এটি হবে শোয়াইনস্টাইগারের ১২১তম আন্তর্জাতিক ম্যাচ। বিষয়টি খুব অস্বস্তিকর মনে হচ্ছে জার্মানির কোচ জোয়াকিম লো’র কাছে। তিনি মনে করেন এটা কষ্টকর বিষয় বিদায়ী ম্যাচ খেলতে নামা শোয়াইনস্টাইগারের জন্য। জোয়াকিম বলেন, ‘বিষয়টি বেশ হতাশাজনক বাস্তিয়ানের জন্য। যদি সব টিকেট বিক্রি না হয় তা খুবই মর্ম বেদনার।’ তবে জোয়াকিম মনে করেন এটাই শোয়াইনস্টাইগারের উপযুক্ত সময় অবসর নেয়ার। একই সঙ্গে লুকাস পোডোলস্কিরও সময় হয়েছে বলে মনে করেন তিনি। উভয়ে হাঙ্গেরির বিপক্ষে ২০০৪ সালে জার্মানির হয়ে প্রথম ম্যাচ খেলেছেন। ছেলেকে স্বীকৃতি ম্যারাডোনার স্পোর্টস রিপোর্টার ॥ ২৯ বছরের ছেলে দিয়াগো জুনিয়রকে অবশেষে স্বীকৃতি দিয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার দিয়াগো ম্যারাডোনা। আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরের বান্ধবী রোকিও অলিভাইয়ের উদ্যোগেই এটি হয়েছে বলে জানা গেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে। বুয়েনস ইয়ার্সে দেখা হয় সম্প্রতি বাবা-ছেলের। এরপর দিয়াগো জুনিয়রকে জড়িয়ে ধরে আবেগী ম্যারাডোনা বলেন, ও আমার মতোই দেখতে। খুব ভালবাসি দিয়াগোকে। দিয়াগোর আগে বিবাহবহির্ভূত সম্পর্কের ফসল মেয়ে জনাকেও স্বীকৃতি দিয়েছিলেন ম্যারাডোনা। এদিকে পাসপোর্ট ঝামেলায় দুবাই যেতে পারেননি ম্যারাডোনা। সোমবার দুবাই যাওয়ার মুহূর্তে বুয়েনস ইয়ার্স বিমানবন্দর পুলিশ তাকে আটকে দেয়। ম্যারাডোনার আইনজীবী এই তথ্য নিশ্চিত করেছেন। ম্যারাডোনার দীর্ঘদিনের আইনজীবী দিয়াগো মোরলা এ প্রসঙ্গে বলেন, ঘটনাটি খুবই আকস্মিক। আর্জেন্টিনা ছাড়ার মুহূর্তে বিমানবন্দর পুলিশ জানিয়েছে দিয়াগোর পাসপোর্ট চুরি হয়েছে এই মর্মে তাদের কাছে রিপোর্ট আছে। অথচ ম্যারাডোনার হাতে তখন পাসপোর্ট ছিল। মোরলা ইঙ্গিত দিয়েছেন এই ধরনের পরিস্থিতিতে রিপোর্টটি মিথ্যা প্রমাণের বিষয়টি সামনে চলে এসেছে। পুরো ঘটনায় বেশ বিস্মিত হয়েছেন ম্যারাডোনা।
×