ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জোকোভিচ, নাদালের জয়

প্রকাশিত: ০৬:৩২, ৩১ আগস্ট ২০১৬

জোকোভিচ, নাদালের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ বছরের শেষ গ্র্যান্ডসøাম ইউএস ওপেনে সহজ জয় পেয়েছেন বিশ্বের সাবেক এক নম্বর স্পেনের রাফায়েল নাদাল। তবে প্রথম পর্বে জিততে বেশ ঘাম ঝরাতে হয়েছে বিশ্বের এক নম্বর নোভাক জোকোভিচকে। তবে বিদায় নিয়েছেন ১৩ নম্বর বাছাই ফ্রান্সের রিচার্ড গ্যাসকুয়েট। তিনি হেরে গেছেন অবাছাই ব্রিটেনের কাইল এডমুন্ডের কাছে। বাকি বাছাই তারকারা জয় তুলে নিয়ে দ্বিতীয় পর্বে পা রেখেছেন। এবার ক্যারিয়ারের ১৩তম গ্র্যান্ডসøাম জয়ের সন্ধানে আছেন জোকোভিচ। তবে নানাবিধ ব্যক্তিগত সমস্যা এবং ইনজুরির কারণে কিছুটা অস্বস্তিতে আছেন বিশ্বের এই এক নম্বর তারকা। রিও অলিম্পিকেও তিনি কব্জির ইনজুরির কারণে তেমন সুবিধা করতে পারেননি। ইউএস ওপেনে গতবার শিরোপা জিতেছেন জোকোভিচ। ৩৩ ডিগ্রী সেলসিয়াস গরমের মধ্যে খেলতে নেমে শুরুটা ভাল করলেও বেশ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন পোল্যান্ডের অবাছাই তারকা জর্জি জানোভিজ। শেষ পর্যন্ত জোকোভিচ জয় তুলে নেন ৬-৩, ৫-৭, ৬-২ ও ৬-১ সেটে। এ বছর অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন জিতলেও জোকোভিচ তৃতীয় রাউন্ডে বিদায় নিয়েছিলেন উইম্বলডন থেকে। সেমিফাইনালে আরেকটি বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাকে। সেখানে প্রতিদ্বন্দ্বী হতে পারেন সাবেক বিশ্বসেরা ও বর্তমানে বিশ্বের ৫ নম্বর তারকা নাদাল। প্রথম রাউন্ডে দুর্দান্ত জয় তুলে নিয়েছেন এ স্প্যানিশ তারকা। উজবেকিস্তানের ডেনিস ইস্তোমিনকে ৬-১, ৬-৪ ও ৬-২ সেটে উড়ে দিয়েছেন। কিন্তু বিদায় নিয়েছেন ১৩ নম্বর বাছাই গ্যাসকুয়েট। এ ফরাসীকে বিদায় করে দিয়েছেন ব্রিটেনের উঠতি তারকা এডমুন্ড ৬-২, ৬-২ ও ৬-৩ সেটে হারিয়ে। জয় পেয়েছেন ৫ নম্বর বাছাই কানাডার মিলোস রাওনিক ৭-৫, ৬-৩ ও ৬-৪ সেটে জার্মানির ডাস্টিন ব্রাউনকে পরাজিত করেন।
×