ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কানিজ কোহিনূর শম্পা

শুধু গ্র্যান্ডস্লামটাই বাকি রাদওয়ানাস্কার

প্রকাশিত: ০৬:২৪, ৩১ আগস্ট ২০১৬

শুধু গ্র্যান্ডস্লামটাই বাকি রাদওয়ানাস্কার

ধারাবাহিকতার বড় অভাব তার। পারফর্মেন্সের গ্রাফটা কখনও উর্ধমুখী, আবার কখনও বা নিম্নমুখী। তার পরও প্রতিটি গ্র্যান্ডসøামে ফেবারিট হয়েই খেলতে নামে এ্যাগনিয়েস্কা রাদওয়ানাস্কা। কিন্তু এখন পর্যন্ত স্বপ্নের এই শিরোপার স্বাদ পাননি তিনি। টেনিসের চারটি মেজর টুর্নামেন্টে তার সেরা সাফল্য উইম্বলডনে। ২০১২ সালে লন্ডনের সবুজ কোর্টে রানার্সআপ হয়েছিলেন পোল্যান্ডের এই টেনিস তারকা। সোমবার থেকে শুরু হয়েছে ইউএস ওপেন। তার দিন কয়েক আগেই জিতেছেন নিউ হ্যাভেন ওপেন। ক্যারিয়ারের ১৯তম ডব্লিউটিএ শিরোপা নিজের শোকেসে তুলে আবারও লাইম লাইটে রাদওয়ানাস্কা। তবে পোলিশ এই টেনিস তারকা পারবেন কী ক্যারিয়ারের আরাধ্য ‘গ্র্যান্ডসøাম’ টুর্নামেন্ট জিততে? টেনিস-প্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার। এক দশক আগে জুনিয়র ফ্রেঞ্চ ওপেন জিতে আলো ছড়িয়েছিলেন এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানাস্কা। এরপর থেকেই টেনিস কোর্টের আলোচিত নাম এ্যাগ্নিয়েষ্কা রাদওয়ানাস্কা। কিন্তু দুর্ভাগ্য এই পোলিশ তারকার। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ সারির তালিকাতে থেকেও কখনও গ্র্যান্ডস্লামটাকে উঁচিয়ে ধরার সুযোগ হয়নি তার। তবে ব্যর্থতায় কখনও ভেঙ্গে পড়েননি তিনি। টেনিস কোর্টে বারবারই ফিরে এসেছেন পোল্যান্ডের ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ওপেন যুগে গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের ফাইনাল খেলা এই তারকা। শনিবার জিতে নিলেন ক্যারিয়ারের প্রথম কানেকটিকাট শিরোপা। শনিবার টুর্নামেন্টের ফাইনালে তিনি দারুণ লড়াই করেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। শিরোপা জয়ের লড়াইয়ে পোল্যান্ডের এই টেনিস তারকা ৬-১ এবং ৭-৬ (৭/২) সেটে হারান ইউক্রেনের এলিনা ভিতলিনাকে। সেইসঙ্গে চলতি মৌসুমের দ্বিতীয় শিরোপা জয়ের স্বাদ পান রাদওয়ানাস্কা। তবে মজার বিষয় হলো ওয়াইল্ড কার্ড নিয়ে কানেকটিকাট ওপেনে খেলার সুযোগ পান ২৭ বছর বয়সী রাদওয়ানাস্কা। আর শেষ পর্যন্ত তিনিই শিরোপার দেখা পেলেন। রাদওয়ানাস্কা বড় পরীক্ষাটা দেন সেমিফাইনালে। কেননা শেষ চারে যে তার প্রতিপক্ষ ছিলেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা। শেষ পর্যন্ত কেভিতোভাকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেন তিনি। গত মৌসুমে কানেকটিকাট ওপেনের কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হয়েছিলেন রাদওয়ানাস্কা-কেভিতোভা। কিন্তু সেবার কেভিতোভার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়তে হয়। এবার সেই পরাজয়ের প্রতিশোধ নিয়েই ফাইনালের টিকিট নিশ্চিত করেন। শেষ পর্যন্ত এলিনা ভিতলিনাকে পরাজিত করে ক্যারিয়ারের ১৯তম ডব্লিউটিএ শিরোপা নিজের শোকেসে তুলেন রাদওয়ানাস্কা। ওয়াইল্ড কার্ড পেয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করেই বাজিমাত করেন এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানাস্কা। যে কারণে শিরোপা জয়ের পর আয়োজক কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানালেন রাদওয়ানাস্কা। এ প্রসঙ্গে পোলিশ টেনিস তারকা নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমাকে ওয়াইল্ড কার্ড দেয়ার জন্য টুর্নামেন্টের পরিচালক এ্যান্নিকে (ওরকাস্টার) অনেক অনেক ধন্যবাদ। এর জন্য আমি অবশ্যই তার প্রতি কৃতজ্ঞতা জানাই।’ শুধু তাই নয়, আগামী মৌসুমে খেলার অগ্রিম ঘোষণাও দিয়ে দিলেন তিনি। এ বিষয়ে রাদওয়ানাস্কা বলেন, ‘এটা নিশ্চিত করেই বলে দিতে চাই যে, আগামী বছরও এখানে আসছি আমি।’ এই জয়ের ফলে র‌্যাংকিংয়েও একধাপ উপরে উঠে এলেন রাদওয়ানাস্কা। সোমবার সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী তার পয়েন্ট ৫,৭০৫। অগ্রগতি হয়েছে ফাইনালে হারা এলিনা ভিতলিনারও। ১০ ধাপ উপরে উঠে বর্তমানে ২০ নাম্বারে অবস্থান করছেন তিনি। আর সেমিফাইনালে হারা পেত্রা কেভিতোভার অগ্রগতি হয়েছে ৮ ধাপ। তেত্রিশ থেকে পঁচিশ নাম্বারে উঠে এসেছেন চেকপ্রজাতন্ত্রের এই টেনিস তারকা। তবে শীর্ষে যথারীতি সেরেনা উইলিয়ামস। ৭,০৫০ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছেন আমেরিকান টেনিসের এই জীবন্ত কিংবদন্তি। দুই এবং তিন নাম্বারে রয়েছেন যথাক্রমে জার্মানির এ্যাঞ্জেলিক কারবার এবং স্প্যানিশ টেনিস তারকা গারবিন মুগুরুজা। চলতি মৌসুমের প্রথম তিন গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জিতেছেন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা তিন তারকাই। সেরেনা জিতেছেন উইম্বলডন। আর দুই নাম্বারে থাকা স্পেনের গারবিন মুগুরুজা পান ফ্রেঞ্চ ওপেন জয়ের স্বাদ। এর আগে অস্ট্রেলিয়ান ওপেনে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম মেজর টর্নামেন্ট জিতেন জার্মান টেনিস তারকা এ্যাঞ্জেলিক কারবার। সোমবার থেকে শুরু হয়েছে মৌসুমের শেষ গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট ইউএস ওপেন। তার মাত্র দুইদিন আগে কানেকটিকাট ওপেনের শিরোপা জেতায় নিঃসন্দেহেই ফ্লাশিং মিডোজে ফেবারিট হিসেবে কোর্টে নামবেন রাদওয়ানাস্কা।
×