ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লক্ষ্য ইউরোপে ন্যাটোর সম্প্রসারণ রোধ!

ভুয়া তথ্য অস্ত্র হিসেবে ব্যবহার করছে ক্রেমলিন

প্রকাশিত: ০৬:১৯, ৩১ আগস্ট ২০১৬

ভুয়া তথ্য অস্ত্র হিসেবে ব্যবহার করছে ক্রেমলিন

ন্যাটো সামরিক জোটে সুইডেনের যোগ দেয়া উচিত হবে কি হবে না, এই নিয়ে বিতর্ক যখন তুঙ্গে স্টকহোমের কর্মকর্তারা তখন এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যার জন্য তারা আগে থেকে প্রস্তুত ছিলেন না। তারা লক্ষ্য করলেন, সাধারণ মানুষ এ নিয়ে কি চিন্তাভাবনা করে তা নিয়ে বিকৃত ও বিভ্রান্তিকর তথ্যে ভরে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাইটগুলো। সুইডেনের ন্যাটো সামরিক জোটে যোগ দেয়া ইস্যুতে যেসব কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে তা খুবই বিপজ্জনক। যেমন এখানে বলা হয়েছে, সুইডেন ন্যাটোর সামরিক সদস্য হলে ন্যাটো সুইডেনে পরমাণু অস্ত্র মজুত করবে। সুইডেন সরকারের ভূমি ব্যবহার করে রাশিয়া আক্রমণও করে বসতে পারে ন্যাটো। ন্যাটো সৈন্যরা যে বিচার এড়ানোর সুযোগ কাজে লাগিয়ে তারা সুইডেনের ধর্ষণের মতো অপরাধে জড়িয়ে পড়তে পারে। এ সবই ভুয়া, কিন্তু অবস্থা হলো সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়িয়ে মূলধারার গণমাধ্যমেই এ ধরনের গুজব আসতে শুরু করেছে। অবস্থার এতটাই অবনতি ঘটেছে যে, জনমনে বিভ্রান্তি দূর করার জন্য সুইডিশ প্রতিরক্ষামন্ত্রী পিটার হুল্টকুইট সম্প্রতি সারা দেশ সফর করেন। তিনি বলেন, ‘জনগণ এসবের সঙ্গে অভ্যস্ত নয়, তারা আতঙ্কিত বোধ করছে। তারা জিজ্ঞেস কোনটি আমরা বিশ্বাস করব, কোনটি করব না? গণমাধ্যমে বিভ্রান্তকর তথ্যগুলো এত বেশি করে বিস্তার লাভ করছে যে, সেগুলো সামাল দেয়া সুইডেনের কর্র্তৃপক্ষের জন্য কঠিন হয়ে পড়েছে। তারা এখন বিভ্রান্তির উৎস সন্ধানের চেষ্টা করছে। আমেরিকা ও ইউরোপের বহু গোয়েন্দা বিশেষজ্ঞ রাশিয়াকে এ ক্ষেত্রে তাদের সন্দেহের শীর্ষে রেখেছে। তারা বলছেন, ইউরোপে ন্যাটোর সম্প্রসারণ রোধের চেষ্টা করা এখন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের পররাষ্ট্র নীতিতে প্রধান অগ্রাধিকার পাচ্ছে। -ইন্টারন্যাশনাল নিউইয়র্ক টাইমস
×