ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভূমধ্যসাগর থেকে সাড়ে ৬ হাজার শরণার্থী উদ্ধার

প্রকাশিত: ০৬:১৮, ৩১ আগস্ট ২০১৬

ভূমধ্যসাগর থেকে সাড়ে ৬ হাজার শরণার্থী উদ্ধার

লিবিয়ার অদূরে ভূমধ্যসাগর থেকে সোমবার প্রায় ৬ হাজার ৫শ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এটাই সবচেয়ে বড় উদ্ধার অভিযান। ইতালীয় কোস্টগার্ড এ কথা বলেছে। খবর বিবিসি, টেলিগ্রাফ ও এএফপির। লিবীয় শহর সাবরাথ থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে প্রায় ৪০টি সমন্বিত উদ্ধার মিশন চালানো হয় এ অভিযানে। ভিডিও ফুটেজে দেখা যায়, ইরিত্রিয়া ও সোমালিয়ার এ অভিবাসীরা তাদের একটি নৌকা থেকে সাগরে ঝাঁপিয়ে পড়ছে এবং উদ্ধারকারীদের দিকে সাঁতার কাটছে। অন্যরা সতর্কতার সঙ্গে শিশুদের নিয়ে উদ্ধার জাহাজে ওঠে। কোস্টগার্ড এক টুইটারে লিখেছে, ইতালি, বিভিন্ন মানবাধিকার সংস্থা ও ইইউয়ের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের জাহাজও এ উদ্ধার অভিযানে অংশ নেয়। অভিবাসীদের বহনকারী নৌযানগুলো ছিল ভূমধ্যসাগর অতিক্রমের পক্ষে খুবই দুর্বল এবং এগুলোর মধ্যে প্রযুক্তিগত সুবিধা ছিল না। অতিরিক্ত যাত্রীবোঝাই এ নৌযানগুলোতে জ্বালানি ছিল স্বল্প পরিমাণ। তারপরও অভিবাসীদের আশা ছিল, তারা ১৫-২০ মাইল পাড়ি দিতে পারবে এবং অপেক্ষারত উদ্ধারকারী জাহাজগুলোর কাছে পৌঁছাতে সক্ষম হবে। একই এলাকায় রবিবার ১ হাজার ১শ’র বেশি অভিবাসী উদ্ধার করা হয়েছে। গত বছর ১০ লাখের বেশি অভিবাসী ইউরোপ পৌঁছেছে। দেশগুলোতে দেখা দিয়েছে শরণার্থী সঙ্কট এবং এদের কীভাবে পুনর্বাসন করা যায় এ নিয়ে দেখা দিয়েছে বিভক্তি। লাখ লাখ আফ্রিকান উন্নত জীবনের আশায় ইউরোপ পৌঁছাবার জন্য প্রবেশ পথ হিসেবে বেছে নিচ্ছে বিপদসঙ্কুল ভূমধ্যসাগরের পথ। এদের সঙ্গে রয়েছে লিবিয়া থেকে আফগানিস্তান পর্যন্ত চলমান যুদ্ধ-সহিংসতা থেকে বাঁচতে পালিয়ে যাওয়া শরণার্থীরা। জাতিসংঘ শরণার্থী সংস্থা বলেছে, সোমবারের আগ পর্যন্ত এ বছর ইতালিতে শরণার্থী সংখ্যা প্রায় ১ লাখ ৬ হাজারে পৌঁছেছে। এদের বেশিরভাগ লিবীয় উপকূল থেকে যাত্রা করে।
×