ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিএনপির কমিটি গঠন

দিনাজপুর কার্যালয়ে তালা দিয়ে পদবঞ্চিতদের বিক্ষোভ

প্রকাশিত: ০৪:১০, ৩১ আগস্ট ২০১৬

দিনাজপুর কার্যালয়ে তালা দিয়ে পদবঞ্চিতদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা দেয়ায় পার্টি অফিস অবরুদ্ধ করে রেখেছে পদবঞ্চিত নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির পদবঞ্চিত সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ জেলা বিএনপির কার্যালয়ে বিক্ষোভ করে এবং সকল রুমে তালা লাগিয়ে দেয়। পদবঞ্চিত নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদকের মৃত্যুর পর যে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে তাতে যারা বিগত দিনে আন্দোলনে মাঠে ছিল না, যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছে এবং আওয়ামী লীগের শোক র‌্যালিতে অংশ নিয়েছে তাদের এই কমিটিতে রাখা হয়েছে। তারা বলেন, এই কমিটি আমরা মানি না। এই কমিটি পরিবর্তন না করা পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। বিক্ষোভে অংশ নেয় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও পৌর আহ্বায়ক বখতিয়ার আহমেদ কচি, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল মজিদ, পাপ্পু, সোহেল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সরকার, জেলা ছাত্রদলের সদস্য সচিব মকসেদুল ইসলাম টুটুল, ছাত্রদল নেতা বকুলসহ শ্রমিকদল, মহিলা দলের নেতৃবৃন্দ। উল্লেখ্য, সোমবার সাবেক সাংসদ এ জেড এম রেজওয়ানুল হককে আহ্বায়ক ও মোঃ লুৎফর রহমান মিন্টুকে যুগ্ম আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট বিএনপির দিনাজপুর জেলা কমিটি ঘোষণা করা হয়। লক্ষ্মীপুরে বাস-অটো রিক্সা সংঘর্ষে নিহত দুই নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৩০ আগস্ট ॥ লক্ষ্মীপুরে বাস-অটোরিক্সা সংঘর্ষে নারী-পুরুষ নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও পাঁচজন অটোরিক্সা যাত্রী। নিহতদের মধ্যে রয়েছে, সিএনজি চালক রুস্তম আলী (৫০) ও সিএনজি যাত্রী নাজমা বেগম (২৮) নামে এক গৃহবধূ। মঙ্গলবার সকালে সাড়ে ৮টার দিকে রায়পুর-ঢাকা মহাসড়কে সর্দারবাড়ীতে অটোরিক্সা ও ঢাকা এক্সপ্রেস নামে যাত্রীবাহী চেয়ার কোচের মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নাজমা সদর উপজেলার নন্দনপুর গ্রামের জিল্লাল হোসেনের মেয়ে ও অপর নিহত রুস্তম আলী একই গ্রামের ঈমান আলীর ছেলে। আহত হয়েছে ফেন্সী, জহির, কুলছুম বেগম, মুন্নি আক্তান ও পারভীন আক্তার। এদের মধ্যে কুলসুম নামে অপর যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাকে নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
×