ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ছুরিকাঘাতে একজন খুন ॥ তিন লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:০৯, ৩১ আগস্ট ২০১৬

ছুরিকাঘাতে একজন খুন ॥ তিন লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ বগুড়ায় জমি নিয়ে বিরোধে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এছাড়া নাটোর, দামুড়হুদা ও কক্সবাজারে শিক্ষার্থীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতার। বগুড়া ॥ বগুড়ার গাবতলীর বাহাদুরপুর গ্রামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তার নাম আব্দুল মজিদ (৫০)। সোমবার রাতে নারুয়ামালা হাট থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। দ্রুত তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে। নাটোর ॥ গুরুদাসপুর উপজেলার আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজের প্রায় সাড়ে ১৮ ঘণ্টা পর শাহরিয়ার নোবেল নামে এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়ুয়া এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার চাঁচকৈড় ওভারব্রিজের নিচে আত্রাই নদীতে মাছ ধরা বাদাই জালে আটকে থাকা ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়। দামুড়হুদা, চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর ব্রিজের নিচ থেকে অজ্ঞাত (৩২) এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ৩টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার বিষ্ণুপুর গ্রামে মাঠের ব্রিজের নিচে কৃষকরা অর্ধগলিত যুবকের লাশ দেখে দামুড়হুদা থানা পুলিশকে খবর দেয়। কক্সবাজার ॥ চকরিয়ায় অজ্ঞাত ১৭ এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে হারবাং পাহাড়তলীর স্থানীয় আকতারের পুকুর থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। সমন্বিত উদ্যোগে দরিদ্রদের জন্য কাজ করবে চসিক ॥ মেয়র স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বেসরকারী সংস্থা এবং বিভিন্ন দাতা সংস্থার সমন্বিত উদ্যোগে দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়নে কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। জনগণের সক্ষমতা বৃদ্ধি পেলে নগরায়ন কার্যক্রম ত্বরান্বিত হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন মঙ্গলবার অনুষ্ঠিত ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম অবহিতকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। মেয়র বলেন, নগরীর নিঃস্ব ও দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কাজ করছে। ব্র্যাকের মতো অসংখ্য এনজিও প্রতিষ্ঠানও এ বিষয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। ব্র্যাক আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন। বক্তব্য রাখেন ব্র্যাকের পরিচালক কেএএম মোরশেদ, প্রোগ্রাম ম্যানেজার তামজিদুল ইসলাম, সিটি কর্পোরেশনের কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আফরোজা কালাম, ব্র্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক উৎপল বড়ুয়া, চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আকতার চৌধুরী, ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আহমাদ এফ বাকী প্রমুখ।
×