ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অপহরণ ॥ যাবজ্জীবন এক, তিনজনের ১৪ বছর দণ্ড

প্রকাশিত: ০৪:০৯, ৩১ আগস্ট ২০১৬

অপহরণ ॥ যাবজ্জীবন এক, তিনজনের ১৪ বছর দণ্ড

নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ৩০ আগস্ট ॥ বরগুনায় স্কুল পড়ুয়া এক শিক্ষার্থীকে অপহরণ মামলায় একজনের যাবজ্জীবন ও একলাখ টাকা জরিমানা এবং ৩ জনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে বরগুনার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার আলী এ রায় দিয়েছেন। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে অপহরণ মামলার সাত আসামির মধ্যে চারজনকে এ সাজা দেয়া হয়েছে। বাকি তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দিয়েছে আদালত। প্রধান আসামি রবিউল ইসলাম মামুনকে একলাখ টাকা জরিমানাসহ যাবজ্জীবন সশ্রম কারাদ- এবং মামুনের বোন ইরানী আক্তারসহ তাদের সহযোগী বাদল এবং রুবেলকে ১৪ বছর সাজা ও ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন। জানা গেছে ২০০৯ সালের ২৭ মে শারমিন আক্তার নিপা নামের ৯ম শ্রেণীর এক শিক্ষার্থীকে তাদের বাড়ি থেকে মামুন ও তার সহযোগীরা অপহরণ করে নিয়ে যায়। খুলনায় দুই আসামির ১৪ বছর দ- স্টাফ রিপোর্টার খুলনা অফিস থেকে জানান, অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ও গুলি রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় পৃথক দুইটি ধারায় দুই আসামির প্রত্যেকের ১৪ বছর ও ৭ বছরের সশ্রম কারাদ- দিয়েছেন খুলনা মহানগর দায়রা জজ আদালত। মঙ্গলবার আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন। উভয় দ- একই সঙ্গে চলবে বলে আদালত রায়ে উল্লেখ করেন বলে জানান এপিপি কামরুল হোসেন জোয়ার্দ্দার। তিনি জানান, দ-প্রাপ্ত আসামিরা হলেন নগরীর সরকারী এম এম সিটি কলেজ মোড়ে আর এস এস সাইবার ক্যাফের মালিক শফিকুল ইসলাম ও কর্মচারী শেখ এহসান ওরফে বিজয়। শফিকুল নগরীর পূর্ব বানিয়াখামার কমিশনার গলি এলাকার সরদার নাজির উদ্দিনের ছেলে এবং বিজয় মুসলমানপাড়া এলাকার শেখ মুনছুর রহমানের ছেলে। সিলেটে ৩ জনের যাবজ্জীবন স্টাফ রিপোর্টার সিলেট থেকে জানান, মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী খালেদুজ্জামান খালেদ (২০) হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের কারাদ-ের আদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার সিলেট জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারি এ আদেশ দেন। যাবজ্জীবন দ-প্রাপ্তরা হচ্ছেÑ সিলেটের বিয়ানীবাজার উপজেলার উত্তম চন্দ্র গ্রামের হুমায়ুন কবির (২৬), গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে ফাহিম আহমদ (২৬) ও জকিগঞ্জ উপজেলার বিলেরবন্দ গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে মুকিত আল মাহমুদ (২৩)। এ মামলার আসামি সাইব উদ্দিন (৫১), রিনা বেগম (৪৬), লাকি বেগম (২১) ও ডলি বেগম (২০) ও গৌছ উদ্দিনকে (৫১) বেকসুর খালাস প্রদান করেছেন আদালত। ২০১৪ সালের ২১ জুলাই খালেদুজ্জামান খালেদ (২০) ও তার খালাত ভাই জহিরুল ইসলামকে তাদের পূর্ব পরিচিত হুমায়ুন কবির সহযোগীদের নিয়ে নগরীর বন্দরবাজার থেকে অপহরণ করে। অপহরণকারীরা তাদের মুক্তিপণ হিসেবে ১২ লাখ টাকা দাবি করে। জহিরুল ৩ লাখ টাকা জোগাড় করে দেয়ার শর্তে মুক্তি পান। কিন্তু টাকা না পেয়ে অপহরণকারীরা খালেদকে হত্যা করে। বগুড়ায় মাদ্রাসা শিক্ষক স্টাফ রিপোর্টার, বগুড়া থেকে জানান, বগুড়ায় এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় আবুল বাশার ওরফে বিপ্লব রশিদ নামে এক মাদ্রাসা শিক্ষকের যাবজ্জীবন সশ্রম কারাদ-াদেশ দিয়েছে আদালত। এছাড়া পৃথক ধারায় আদালত তাকে ১৪ বছরের সশ্রম কারাদ-াদেশ দেন। এছাড়া দুটি ধারার একটিতে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদ- এবং অপর ধারায় ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদ-াদেশ দেয়া হয়। বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। মামলা সূত্রে জানা যায়, দুপচাঁচিয়া উপজেলার তালোড়া আলএবরাতুল কোরানিয়া হাফেজিয়া মহিলা মাদ্রাসার এক কিশোরী শিক্ষার্থীকে ২০০৭ সালের ১৫ অক্টোবর একই মাদ্রাসার শিক্ষক আবুল বাশার মোটরসাইকেলে বাড়িতে রেখে আসার নাম করে অপহরণ করে। ফুসলিয়ে অপহরণের পর নওগাঁর একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে মাদ্রাসা ছাত্রীটিকে জোরপূর্বক ধর্ষণ করে ওই মাদ্রাসা শিক্ষক। পলাতক আসামির যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, থেকে জানান, বাঁশখালী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে থানা পুলিশের এস,আই বাহার মিয়ার নেতৃত্বে একদল পুলিশ পুঁইছড়ি ও জলদীতে পৃথক অভিযান পরিচালনা করে।
×