ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খুবিতে ভর্তির আবেদন ৫ থেকে ৩০ সেপ্টেম্বর

প্রকাশিত: ০৪:০৮, ৩১ আগস্ট ২০১৬

খুবিতে ভর্তির আবেদন ৫ থেকে ৩০ সেপ্টেম্বর

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথমবর্ষে স্নাতক/স্নাতক(সম্মান) শ্রেণীতে ভর্তির আবেদন গ্রহণ করা হবে আগামী ৫ সেপ্টেম্বর থেকে এবং তা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩, ৪ এবং ৫ নবেম্বর। ঘোষিত সময়সূচী অনুযায়ী ৩ নবেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের, দুপুর ১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত জীব বিজ্ঞান স্কুলের এবং বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটের, ৪ নবেম্বর সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের এবং বেলা আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমাজবিজ্ঞান স্কুলের, ৫ নবেম্বর সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কলা ও মানবিক স্কুলের এবং বেলা আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত আইন স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার খুবির ৬টি স্কুল (অনুষদ) এবং ১টি ইনস্টিটিউটের অধীন দুইটি নতুন ডিসিপ্লিনসহ ২৮টি ডিসিপ্লিনে (বিভাগ) মোট ১২১১টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। নতুন ডিসিপ্লিন ইতিহাস ও সভ্যতা এবং আইন ও বিচার ডিসিপ্লিনে ৪০ জন করে ৮০ জনসহ গত শিক্ষা বছরের চেয়ে এবার আসন সংখ্যা বেড়েছে ৯৩টি। বিইউবিটিতে সেমিনার বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) এবং অনলাইন ক্যারিয়ার পোর্টাল চাকরি ডটকমের যৌথ উদ্যোগে সোমবার বিইউবিটি ক্যাম্পাসে ক্যারিয়ার বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। মিরপুরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটরিয়ামে ‘কমিউনিকেশন ইন জব ইন্টারভিউ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিইউবিটি ট্রাস্টি বোর্ডের সভাপতি এএফএম সরওয়ার কামাল এবং এতে সভাপতিত্ব করেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক আবু সালেহ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি সিটি ব্যাংকের অর্গানাইজেশন ডেভেলপমেন্ট এ্যান্ড এইচ আর স্ট্র্যাটেজি বিভাগের এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাসুদ রায়হান। -বিজ্ঞপ্তি তিতাস গ্যাস ভবনে সভা বাংলাদেশ তেল, গ্যাস ট্যারিফ ও প্রান্তিক সুবিধাদি পুনঃনির্ধারণ সংগ্রাম পরিষদের উদ্যোগে সম্প্রতি তিতাস গ্যাস ভবনের ‘তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন (সিবিএ)’ কার্যালয়ে প্রান্তিক সুবিধাদি নিয়ে সংগ্রাম পরিষদের আহ্বায়ক কাজিম উদ্দিনের সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগ্রাম পরিষদের আহ্বায়ক কাজিম উদ্দিন ও সদস্য সচিব লিয়াকত আলীসহ অন্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। -বিজ্ঞপ্তি বিনামূল্যে চক্ষু চিকিৎসা নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৩০ আগস্ট ॥ নেত্রকোনা সমাজকল্যাণ সমিতি পরিচালিত চক্ষু হাসপাতালের উদ্যোগে মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী বিনামূল্যে চক্ষু অপারেশন ক্যাম্প শুরু হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেলা পরিষদের সহায়তায় এ অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় হাসপাতাল ভবনে চক্ষু অপারেশন ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, ডাঃ এম এ হামিদ খান, শিক্ষক ছায়েদুর রহমান প্রমুখ। ছাত্রীদের স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত নিজস্ব সংবাদদাতা, ভালুকা (ময়মনসিংহ), ৩০ আগস্ট ॥ উপজেলার ধামশুর হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলের সদস্য ও সাধারণ ছাত্রীরা মঙ্গলবার বিদ্যালয়ে যাওয়া-আসার একটি রাস্তা নিজেরাই মেরামত করেছে। জানা যায়, ভালুকা-মল্লিকবাড়ি সড়ক হতে বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়ে যায়। বিষটি জেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদার সড়কটি মেরামতের জন্য বালু বরাদ্দ দেন।
×