ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যশোরে পাঁচ হাজার বস্তা সার পানিতে ভিজে নষ্ট

প্রকাশিত: ০৪:০৭, ৩১ আগস্ট ২০১৬

যশোরে পাঁচ হাজার বস্তা সার পানিতে ভিজে নষ্ট

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের নওয়াপাড়ায় বিদেশ থেকে আমদানি করা পাঁচ হাজার বস্তারও বেশি ইউরিয়া সার পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। বৃষ্টির পানিতে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে নওয়াপাড়া পৌরসভার পাঁচকবর ও আকতার ঘাট এলাকায় ব্যাপক পরিবেশ দূষণ হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারী ব্যবস্থাপনায় আমদানিকারকদের মাধ্যমে ইউরিয়া সার সৌদি আরব, কাতার, চীন থেকে আমদানি করে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)। আমদানিকৃত সার বিসিআইসির নিয়োগকৃত পরিবহন ঠিকাদার ‘সাউথ ডেল্টা শিপিং কমপ্লেক্স’। তবে নিজেরা এ সার পরিবহন না করে খুলনার খান ট্রান্সপোর্ট নামে একটি প্রতিষ্ঠানকে সাব-ঠিকাদার নিয়োগ করেছে সাউথ ডেল্টা শিপিং কমপ্লেক্স। মাসতিনেক আগে এসব সার সমুদ্র থেকে লাইটারেজ জাহাজে করে নওয়াপাড়া নৌবন্দর দিয়ে ওই গোডাউনের মধ্যে ডাম্পিং করে রাখা হয়। সরেজমিন দেখা গেছে, পাঁচকবর এলাকায় বাতাসের সঙ্গে মিশে আছে ইউরিয়া সারের ঝাঁজালো গন্ধ। এ গোডাউনের পার্শ¦বর্তী এলাকার গাছ মরে গেছে, অতিরিক্ত নাইট্রোজেনের বিষাক্ত গন্ধে পাঁচকবর গ্রামের জুয়েল হোসেনের ছেলে পাভেল হোসেন আবির (৪) অসুস্থ হয়ে পড়ে। এছাড়া একই এলাকার আলাউদ্দিন শেখের মেয়ে অর্পিতা (১০) অসুস্থ হয়ে চিকিৎসাধীন। এছাড়া প্রাপ্তবয়স্ক মানুষের শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছে। ওই সব এলাকায় থাকা ব্যাঙ ও পিঁপড়াসহ মাটিতে থাকা পোকামাকড় মরে গেছে। সব মিলিয়ে এ দুটি এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পৌর কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন। প্রিন্স নামের একজন বাসিন্দা বলেন, পাঁচকবর এলাকার সেকেন্দার আলীর কাছ থেকে ভাড়া নিয়ে সার গুদামজাত করেছে পরিবহন ঠিকাদার। তবে ইঞ্জিনিয়ারিং প্ল্যান না মেনে কোন রকম গাঁথুনি দিয়ে গোডাউন তৈরি করায় বেশি পরিমাণ পানি ভেতরে প্রবেশ করেছে। সার পরিবহনের দায়িত্বে থাকা সাব-ঠিকাদার ‘খান ট্রান্সপোর্ট এজেন্সি’র স্বত্বাধিকার মোঃ ইসমাইল হোসেন খান বলেন, যত দ্রুত সম্ভব আমরা ভাল সার বাফার গুদামে পাঠিয়ে দেব। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ওয়াদুদ শেখ বলেন, স্থানীয়দের আবেদন পেয়ে পৌরসভা থেকে দু’দিন আগে সংশ্লিষ্ট সার বহনকারী ঠিকাদারকে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। শোক দিবস উপলক্ষে আলোচনা সভা সম্প্রতি জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সোনালী ব্যাংক মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি তার বক্তব্যে বলেন, ১৪ ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা, ’৭১-এর পরাজিত শক্তিরাই ১৫ আগস্টের মূল হোতা। বিশেষ অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। আরও উপস্থিত ছিলেন- সোনালী ব্যাংক বঙ্গমাতা পরিষদের সভাপতি আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কামান্ডের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান ও অন্য নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক আব্দুর রায়হান। -বিজ্ঞপ্তি
×