ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জামিল গ্রুপের ন্যাশনাল টিউবস পরিদর্শন

প্রকাশিত: ০৪:০৩, ৩১ আগস্ট ২০১৬

জামিল গ্রুপের ন্যাশনাল টিউবস পরিদর্শন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টিউবস কোম্পানি গত ১ আগস্ট সৌদি আরবের আল জামিল গ্রুপের একটি প্রতিনিধি দল পরিদর্শন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ডিএসই গত ২১ আগস্ট কোম্পানিকে চিঠি পাঠায়। এর জবাবে কোম্পানিটি জামিল গ্রুপের পরিদর্শনের কথা জানায়। তবে জামিল গ্রুপ আবারও ন্যাশনাল টিউবস পরিদর্শন করবে কিনা এ বিষয়ে কোম্পানিটি জানে না। অন্যদিকে বাংলাদেশ স্টিল এ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (বিএসইসি) জানিয়েছে চায়নার সিনোস্টিল মেটালস রিসোর্স কোম্পানির প্রতিনিধি দল স্টিল ফ্যাক্টরি পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। তবে তারা এখনও কারখানা পরিদর্শন করেনি। -অর্থনৈতিক রিপোর্টার স্বপন কুমার বালার মেয়াদ বাড়ল দুই বছর বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হিসেবে অধ্যাপক স্বপন কুমার বালার মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে গত ১৮ এপ্রিল তাকে দুই বছরের চুক্তিতে কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। উপ-সচিব মুহাম্মদ জসিম উদ্দিন খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যাকাউন্টিং এ্যান্ড ইনফর্মেশন সিস্টেম বিভাগের অধ্যাপক স্বপন কুমার বালাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে নিয়োগের তারিখ হতে পরবর্তী চার বছর মেয়াদে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। উল্লেখ্য, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক এ ব্যবস্থাপনা পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যাকাউন্টিং এ্যান্ড ইনফর্মেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক হিসেবে শিক্ষকতা করছেন। -অর্থনৈতিক রিপোর্টার
×