ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ২৯ শতাংশ

প্রকাশিত: ০৪:০২, ৩১ আগস্ট ২০১৬

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ২৯ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবারও মূল্যসূচক পতনে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে ২৯ শতাংশ লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই প্রবণতা দেখা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৫৩১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১২০ কোটি ৫৭ লাখ টাকা বেশি। সোমবার ডিএসইতে ৪১০ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। মঙ্গলবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫২৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৩৪ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বেক্সিমকো ফার্মা, শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা, ডেল্টা ব্র্যাক হাউজিং, ন্যাশনাল টিউবস, ডরিন পাওয়ার, আইপিডিসি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ফার কেমিক্যাল ও মবিল যমুনা বিডি। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : আইএফআইসি, মোজাফফর হোসেন স্পিনিং, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, জিপিএইচ ইস্পাত, ডরিন পাওয়ার, ডিবিএইচ মিউচুয়াল ফান্ড, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, বিডি কম ও আইএফএল মিউচুয়াল ফান্ড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ন্যাশনাল টিউবস, ঝিল বাংলা, রহিম টেক্সটাইল, অগ্রণী ইন্স্যুরেন্স, রেনউইক যজ্ঞেশ্বর, লিব্রা ইনফিউশন, আলহাজ টেক্সটাইল, রহিমা ফুড, এ্যামবে ফার্মা ও প্রগতি ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯০২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ফার কেমিক্যাল, জিপিএইচ ইস্পাত, আইসিবি, বেক্সিমকো ফার্মা, ডরিন পাওয়ার, শাহজিবাজার পাওয়ার, একমি ল্যাবরেটরিজ, স্কয়ার ফার্মা, বিএসআরএম লিমিটেড ও পাওয়ার গ্রিড।
×