ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘সেরা সাতারুর খোঁজে বাংলাদেশ’ ঠাকুরগাঁওয়ে বাছাই

প্রকাশিত: ২২:১৫, ৩০ আগস্ট ২০১৬

‘সেরা সাতারুর খোঁজে বাংলাদেশ’ ঠাকুরগাঁওয়ে বাছাই

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ “সেরা সাতারুর খোঁজে বাংলাদেশ” এই কর্মসূচির আওতায় আজ মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে সাতারু বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সকালে সদর উপজেলা পরিষদ পুকুরে বাংলাদেশ সাতার ফেডারেশনের আয়োজনে নৌবাহিনীর সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম বারের মতো জেলায় এ প্রতিযোগিতায় ১১ থেকে ১৮ বছর বয়সের ৬৪ জন ছেলে সাতারু অংশ গ্রহন করে। এর মধ্য থেকে মোট ১০ জনকে জেলা পর্যায়ে বাছাই করা হয়। প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান ও সদর উপজেলা নিবার্হী অফিসার আশরাফুল ইসলাম। এ প্রতিযোগিতার আওতায় ৬৪টি জেলা থেকে বাছাই পর্ব শেষে এক হাজার সাঁতারুকে বাছাই করে ঢাকায় নিয়ে প্রশিক্ষণ দেয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
×