ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিজ্ঞাপন বিভ্রান্তির দায় বিখ্যাতদেরই

প্রকাশিত: ১৯:০৬, ৩০ আগস্ট ২০১৬

বিজ্ঞাপন বিভ্রান্তির দায় বিখ্যাতদেরই

অনলাইন ডেস্ক॥ বিখ্যাতদের এবার সতর্ক হতে হবে। এমন কোনো বিজ্ঞাপনে যদি তাঁরা থাকেন যা ক্রেতাকে ভুল বোঝাচ্ছে বা বিভ্রান্ত করছে, তাহলে তার দায় ওই বিখ্যাতদেরও নিতে হবে। শাস্তি পেতে হবে। সর্বোচ্চ পাঁচ বছরের জেল, ৫০ লাখ টাকা জরিমানা। সে তিনি বিখ্যাত ক্রিকেটার হোন বা অভিনেতা। এমনই আইন আনতে চলেছে কেন্দ্র। প্রসাধনী দ্রব্য থেকে খাবার দাবার, বিজ্ঞাপনে ভুরি ভুরি প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি দিচ্ছেন জনপ্রিয় ক্রিকেটার, অভিনেতারা। ভাবছেন না, এর ফলে কী প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের উপর। এই অভ্যাসেই লাগাম টানতে চাইছে প্রশাসন। এবার থেকে সেলেব্রিটিরা ‘শুধু অর্থের বিনিময়ে বিজ্ঞাপন করেছি’ বলে দায় ঝেড়ে ফেলতে পারবেন না। প্রচারের জন্য বলা প্রতিটি কথার দায় নিতে হবে তাঁদেরও। একবার অপরাধ ধরা পড়লে ২ বছরের জেল ও ১০ লক্ষ টাকা জরিমানা। পরের বার জারিমানা বেড়ে হবে ৫০ লক্ষ টাকা, আর জেলের মেয়াদ ৫ বছর। এপ্রিলের বাজেট অধিবেশন চালাকালীন একটি স্ট্যান্ডিং কমিটি এই নিয়ে রিপোর্ট জমা দেয়। সেখানে সেলেব্রিটিদের বিজ্ঞাপন নিয়ে কড়া মনোভাব দেখানো হয়। বলা হয়, দেশের বিখ্যাত মানুষরা যদি দায়িত্বজ্ঞানহীন মনোভাব দেখান, তাহলে জনমানসে খারাপ প্রভাব পড়বে। সেই হিসেবেই কঠোর আইন আনার পক্ষে কথা বলে স্ট্যান্ডিং কমিটি। মঙ্গলবার, অরুণ জেটলি, নীতিন গড়করির উপস্থিতিতে এই রিপোর্ট নিয়ে আলোচনায় বসবে কেন্দ্র। আইনের চূড়ান্ত রূপরেখা স্থির করা হবে সেখানেই। সূত্র: আজকাল
×