ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী আইডি স্মাটকার্ড উদ্বোধন করবেন ২ অক্টোবর

প্রকাশিত: ০৮:৫৮, ৩০ আগস্ট ২০১৬

প্রধানমন্ত্রী আইডি স্মাটকার্ড উদ্বোধন করবেন ২ অক্টোবর

স্টাফ রিপোর্টর ॥ আগামী ২ অক্টোবর থেকে শুরু হচ্ছে উন্নতমানের জতীয় পরিচয়পত্র স্মার্টকার্ডের বিতরণ কার্যক্রম। ওদিন ওসমানী স্মৃতি মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর নাগারিকদের হাতে স্মার্টকার্ড তুলে দেয়া হবে বলে জানিয়েছে ইসি সচিব সিরাজুল ইসলাম। তিনি বলেন, ইতোমধ্যে স্মার্টকার্ড কার্যক্রমের উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়া গেছে। তিনি জানান, প্রাথমিকভাবে ঢাকা মহানগরী ও একটি প্রত্যন্ত এলাকাকে স্মার্টকার্ড বিতরণের জন্য বেছে নেয়া হবে। ডিসেম্বর নাগাদ সব নাগরিকের হাতে স্মার্টকার্ড পৌঁছে দেয়া হবে। এর পরিবর্তে লেমিনেটিং করা জাতীয় পরিচয়পত্র ফেরত নেয়া হবে। তবে জানা গেছে, স্মার্টকার্ড বিতরণের সঙ্গে প্রত্যেক নাগরিকের ১০ আঙ্গুলের ছাপ ও চোখের মণির ছবি সংগ্রহ করা হবে। মূলত নাগরিকদের জাতীয় তথ্য ভা-ারকে সুরক্ষিত রাখতেই নতুন করে আঙ্গুলের ছাপ ও চোখের মণির ছবি নেয়া হবে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন।
×