ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মহিলা ফুটবল

ইরান ও চাইনিজ তাইপের বড় জয়

প্রকাশিত: ০৬:৪৫, ৩০ আগস্ট ২০১৬

ইরান ও চাইনিজ তাইপের বড় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ গত আসরের চ্যাম্পিয়ন ইরান। প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের কাছে হেরে (০-৩) হতাশায় ডুবলেও নিজেদের দ্বিতীয় ম্যাচেই বড় জয়ে ঘুরে দাঁড়িয়েছে ইরান অ-১৬ জাতীয় মহিলা ফুটবল দল। এএফসি অনুর্ধ ১৬ মহিলা চ্যাম্পয়নশিপের বাছাইপর্বে সোমবারের ম্যাচে (গ্রুপ ‘সি’) ইরান কিরগিজস্তানকে ৯-০ গোলে বিধ্বস্ত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। ফরোয়ার্ড ফাতেমেহ ঘাসেমি একাই করে হ্যাটট্রিকসহ ৫ গোল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বিজয়ী দল খেলার প্রথমার্ধে এগিয়ে ছিল ৫-০ গোলে। দিনের দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপে ৫-০ গোলে হারায় সংযুক্ত আরব আমিরাতকে। খেলার প্রথমার্ধে বিজয়ী দল এগিয়ে ছিল ১-০ গোলে। এ নিয়ে টানা দুই ম্যাচেই জিতল চাইনিজ তাইপে। নিজেদের প্রথম ম্যাচে তারা ৭-১ গোলে হারায় কিরগিজস্তানকে। সেঞ্চুরিয়ন টেস্টের নিয়ন্ত্রণে দক্ষিণ আফ্রিকা স্পোর্টস রিপোর্টার ॥ তিনদিনেই সেঞ্চুরিয়ন টেস্টে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ৮ উইকেটে ৪৮১ রানে নিজেদের প্রথম ইনিংসে ঘোষণার পর ৫৮.৩ ওভারেই প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে ২১৪ রানে অলআউট করে দিয়েছে ফাফ ডুপ্লেসিসের দল। যদিও তৃতীয় দিন এ রিপোর্ট লেখার সময় দ্বিতীয় ইনিংসে ৪৯ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসেছে তারা। ইতোমধ্যে ৩১৬ রানের লিডে নিয়ন্ত্রণ প্রোটিয়াদের হাতে। প্রথমে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন সেনাপতি ফাফ ডুপ্লেসিস (১১২), স্টিফেন কুক (৫৬), কুইন্টন ডি’কক (৮২), হাশিম আমলা (৫৮) ও জেপি ডুমিনিরা (৮৮)। ৩১তম টেস্টে ডুপ্লেসিসের এটি পঞ্চম সেঞ্চুরি। বল হাতে সফরকারীদের ওপর তোপ দাগিয়েছেন ডেল স্টেইন-কাগিসো রাবাদারা। দুই পেসারই নিয়েছেন ৩টি করে উইকেট। ভারনন ফিল্যান্ডারের শিকার ২ উইকেট। কিউইদের হয়ে সর্বোচ্চ ৭৭ রান এসেছে অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট থেকে। শেষ টেস্টে এটি তার পঞ্চম হাফসেঞ্চুরি- আগের ইনিংসগুলোতে করেন ৯৭, ৯১, ১১৩, ৬৮* ও ২*! ‘লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’ বলতে যা বোঝায়। তবে সেঞ্চুরিয়নের প্রথম ইনিংসে সতীর্থরা পুরোপুরি ব্যর্থ। দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল হেনরি নিকোলস (৩৬), নেইল ওয়াগনার (৩১) ও ডগ ব্রেসওয়েল (১৮)। ডারবানের প্রথম টেস্ট ড্র হওয়ায় এই ম্যাচের ওপরই সিরিজের ভাগ্য নির্ভর করছে। দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ স্পোর্টস রিপোর্টার ॥ আজারবাইজানের বাকুতে বিশ্ব দাবা অলিম্পিয়াড শুরু হচ্ছে আগামী ১ সেপ্টেম্বর থেকে। এতে বাংলাদেশ জাতীয় দাবা দল ওপেন এবং মহিলা বিভাগে অংশ নেবে। আসন্ন অলিম্পিয়াডে অংশগ্রহণের লক্ষ্যে ফিদের ট্রাভেল ফান্ড থেকে বাংলাদেশ দাবা ফেডারেশন নয় হাজার তিন শ’ ইউরো (আট লাখ ২১ হাজার ৯৪২ টাকা) পাওয়ায় দল পাঠানো সহজ হচ্ছে। আগামী ৩১ আগস্ট মধ্যরাতে বাংলাদেশ দল বাকুর উদ্দেশ ঢাকা ত্যাগ করবে। অতীতের মতো এবারও দাবাড়ুদের পাশাপাশি বেশকিছু কর্মকর্তা যাচ্ছেন অলিম্পিয়াডে। ওপেন বিভাগে চার গ্র্যান্ডমাস্টার যথাক্রমে নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান, আবদুল্লাহ আল রাকিব এনামুল হোসেন রাজীব ও আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর এবং মহিলা বিভাগে দুই মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও শামীমা আক্তার লিজা এবং তিন মহিলা ফিদেমাস্টার শারমীন সুলতানা শিরিন, নাজরানা খান ইভা এবং জাকিয়া সুলতানা অংশ নেবেন। পিএসজির হার স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে হারের স্বাদ পেয়েছে প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি)। রবিবার রাতে ফরাসী লীগ ওয়ানের ম্যাচে মোনাকোর কাছে ৩-১ গোলে হার মানে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। নতুন কোচ উনাই এমেরির পিএসজির হয়ে এটা প্রথম হার। ঘরের মাঠে জোয়াও মাউটিনহো ম্যাচের ১৩ মিনিটে গোল করে এগিয়ে নেন মোনাকোকে। প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ফ্যাবিনহো। বিরতির পর ৬৩ মিনিটে উরুগুয়ের ফরোয়ার্ড এডিনসন কাভানি গোল করে পিএসজিকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন। কিন্তু ৮০ মিনিটে সের্জ অরিয়েরের আত্মঘাতী গোল করলে পিএসজির হার নিশ্চিত হয়। মার্চের পর এই প্রথম লীগে কোন ম্যাচ হারল গত মৌসুমে দাপটের সঙ্গে শিরোপা জেতা পিএসজি।
×