ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তবু সন্তুষ্ট ধোনি

প্রকাশিত: ০৬:৪৪, ৩০ আগস্ট ২০১৬

তবু সন্তুষ্ট ধোনি

স্পোর্টস রিপোর্টার ॥ মার্কিন মুলুকের ফ্লোরিডায় দুই ম্যাচের টি২০ সিরিজে ১-০তে হেরেছে ভারত। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম ম্যাচে ১ রানে জয় পায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, বৃষ্টিতে পরিত্যক্ত হয় দ্বিতীয়টি। তবু সন্তুষ্ট রঙিন পোশাকের ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেন, ‘প্রথম ম্যাচে আমরা মাত্র এক রানে হেরেছি। দ্বিতীয়টিতে আমাদের জয়ের সম্ভাবনা ছিল। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি শেষ করা গেল না। দলের খেলোয়াড়রা ভাল খেলেছে। লোকেশ রাহুলের ব্যাটিং মুগ্ধ করেছে আমাকে। ভারতের ভবিষ্যত তারকা লোকেশ।’ রেকর্ডময় প্রথম ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন তরুণ লোকেশ। ফ্লোরিডার রাডার হিল স্টেডিয়ামের প্রশংসা করতেও ভোলেননি তিনি, ‘অসাধারণ একটি ভেন্যু। এখানে সবকিছুর সুযোগ-সুবিধা একদম সঠিক। পিচ-মাঠ, ড্রেসিং রুম থেকে শুরু করে অনুশীলনের ব্যবস্থাও এখানে ভাল। ক্রিকেটকে আরও জনপ্রিয় করতে এখানে বেশি বেশি ম্যাচ আয়োজন করা উচিত। ত্রিদেশীয় সিরিজ বা টি২০ সিরিজ আয়োজনের জন্য এটি হতে পারে সেরা এক ভেন্যু।’ ঘরের মাটিতে এবারে টি২০ বিশ্বকাপের সেমিতে এই ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল ভারতকে। ওয়ানডে ও টি২০ সেনাপতি টেস্ট নিয়েও সন্তুষ্ট, ‘এই মৌসুমে আমরা ১৩ টেস্ট খেলব। এভাবে খেলতে পারলে মৌসুম শেষে ভাল অবস্থানে থাকব। বর্তমানে প্রথম ও দ্বিতীয় দলের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। তাই ভাল খেলার ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলেই, মৌসুম শেষে আমরাই টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকব।’ কোহলির নেতৃত্বে টেস্টে ভারত এখন দ্বিতীয় স্থানে। টি২০’র আগে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জেতে তারা। কোহলির প্রশংসা করে ধোনি বলেন, ‘কোহলি একজন কমপ্লিট ক্রিকেটার। কঠিন পরিস্থিতিতে ভাল করতে পারে। সামনে থেকে নেতৃত্ব দিতে পছন্দ করে। ক্রিকেটে সাফল্য পেতে এটি খুব জরুরী। আমার বিশ্বাস ওর হাত ধরে ভারতের ক্রিকেট অনেক দূর এগিয়ে যাবে।’
×