ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আফগানদের মোকাবেলায় মাশরাফিদের প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৪৪, ৩০ আগস্ট ২০১৬

আফগানদের মোকাবেলায় মাশরাফিদের প্রস্তুতি

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকে আর কোন আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি বাংলাদেশ ক্রিকেট দল। তবে টানা দুটি ঘরোয়া সিরিজ এগিয়ে আসছে। যদিও এখন পুরো এক মাস বাকি। ইংল্যান্ডের বিপক্ষে অক্টোবরে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুই টেস্ট খেলবে বাংলাদেশ দল। সেটা অনেক আগেই চূড়ান্ত ছিল। দীর্ঘদিন পর সিরিজ খেলতে নামার আগে আরেকটি সিরিজ খেলে নিজেদের জড়তা কাটানোর সুযোগ পাচ্ছে মাশরাফি বিন মর্তুজার দল। আইসিসির সহযোগী সদস্য দেশ আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে খেলবে টাইগাররা। এটিকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে নামার আগে প্রস্তুতিমূলক একটি সিরিজও বলা যেতে পারে। যদিও এর আগে আফগানদের সঙ্গে দুই ওয়ানডে খেলে ১-১ সমতা আছে বাংলাদেশের। এবারের সিরিজে ম্যাচ তিনটি হবে ২৫, ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রমেই বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিধর দলে পরিণত হয়ে উঠছে আফগানিস্তান। আর ২০১৪ সালে বাংলাদেশে হওয়া এশিয়া কাপে চমক দেখিয়েছে দলটি। স্বাগতিক বাংলাদেশকেও হারিয়েছে। একই বছর টি২০ বিশ্বকাপের বাছাইয়ে বাংলাদেশকে হারিয়ে দেয় তারা। ফলে আফগান জুজু ছিলই। অবশ্য ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে আফগানদের বিধ্বস্ত করে প্রতিশোধ নিয়েছে মাশরাফির দল। সেই আফগানদের বিপক্ষেই আবার আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটছে বাংলাদেশ দলের। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছিল তিন ম্যাচের সিরিজ হবে ২৫, ২৭ ও ৩০ সেপ্টেম্বর। কিন্তু রাতে বিসিবি সভাপতি পাপন এক সংবাদ সম্মেলনে জানান ২৫ ও ২৮ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর ম্যাচ তিন অনুষ্ঠিত হবে। মূলত বাংলাদেশ কোচ চান্দিকা হাতুরাসিংহের ইচ্ছাতেই পরিবর্তনটা করা হয়েছে বলে জানা গেছে। প্রতি ম্যাচের আগে ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রাম দিতেই এ অদল বদল। ইংল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে ক্রিকেটারদের মধ্যে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার মানসিকতা তৈরির প্রয়োজন ছিল। সে কারণেই কিছুদিন আগে থেকেই ছোট কোন দলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের চিন্তাভাবনা করে বিসিবি। শেষ পর্যন্ত এসিবি রবিবার তাদের ওয়েবসাইটে জানায় বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের কথা। আফগান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাসিমুল্লাহ দানিশ বলেন, ‘এই প্রথমবারের মতো (দ্বিপাক্ষিক সিরিজ) বাংলাদেশ সফরে যাব আমরা। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আনন্দ দিতে আমরা প্রস্তুত।’ গত বছর নবেম্বরে সর্বশেষ ওয়ানডে খেলেছে বাংলাদেশ। জিম্বাবুইয়ের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ ছিল সেটি। দীর্ঘ ১১ মাস পর আবার ওয়ানডেতে নামবে মাশরাফিরা। আর দলের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল টি২০ বিশ্বকাপে ২৬ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর ঘরোয়া ক্রিকেটই শুধু খেলেছেন ক্রিকেটাররা। তাই শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে নামার আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি দারুণ ফলপ্রসূই হবে টাইগারদের জন্য। ভালভাবে প্রস্তুতও হওয়া যাবে।
×