ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইংল্যান্ড-পাকিস্তান তৃতীয় ওয়ানডে আজ, সিরিজ বাঁচিয়ে রাখতে আজহার আলিদের সামনে জয়ের বিকল্প নেই

পাকিস্তানের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ

প্রকাশিত: ০৬:৪৪, ৩০ আগস্ট ২০১৬

পাকিস্তানের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ

স্পোর্টস রিপোর্টার ॥ ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আজ মাঠে নামছে পাকিস্তান। টানা দুই হারে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে পিছিয়ে সফরকারীরা। সিরিজ বাঁচিয়ে রাখতে নটিংহামে আজহার আলিদের আজ জিততেই হবে। কিন্তু তাদের জন্য মোটেই সহজ নয়। দুটি ম্যাচের ফলই সেই ইঙ্গিত দেয়। প্রথম ওয়ানডেতে আজহার (৮২) ও সরফরাজ আহমেদের (৫৫) ব্যাটে ভর করে ২৬০ রানের স্কোর গড়ে পাকিরা। ইংলিশ ব্যাটসম্যানরা সেটিকে মামুলি করে তোলে। জেসন রয় (৫৬ বলে ৬৫) ও জো রুটের (৭২ বলে ৬১) ঝড়ো ব্যাটিংয়ে ৩৫তম ওভারেই ৩ উইকেটে তুলে নেয় ১৯৪ রান! শেষ পর্যন্ত বৃষ্টি আইনে ৪৪ রানের বড় জয় ইয়ন মরগানদের। দ্বিতীয় ম্যাচে ভেস্তে যায় সরফরাজ আহমেদের সেঞ্চুরি (১০৫)। ২৫১ রান তুলে এবার অতিথিদের হার ৪ উইকেটে। স্বভাবতই ক্ষুব্ধ প্রধান কোচ মিকি আর্থার। ‘ক্রিকেটারদের বলেছি তারা কেউ ওয়ানডে দলে নিরাপদ নয়! হয় পারফর্ম কর, অথবা সরে দাঁড়াও।’ আর্থার ক্ষেপেছেন মোহাম্মদ হাফিজের উপর। টেস্ট সিরিজে রান না পাওয়া সিনিয়র ব্যাটসম্যান ওয়ানডেতে সুযোগ দিলেও পারফর্ম করতে ব্যর্থ। নাম উল্লেখ না করে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সাবেক কোচ বলেন, ‘আপনি যদি ৩০ (বয়স)- এর উপরে হয়ে থাকেন তাহলে আপনাকে টেবিলে সবার উপরে থাকতে হবে। যদি না পারেন তাহলে তরুণ খেলোয়াড়দের সেই সুযোগ দিতে হবে। আমি কোন কিছু লুকিয়ে রাখছি না। সোজাসাপ্টা বলতে চাই ওয়ানডে দলের কেউই এখানে নিরাপদ নয়।’ অবশ্য ইনজুরিতে পড়ায় আজ মাঠেই নামা হচ্ছে না হাফিজের। পাকি কোচ আরও যোগ করেন, ‘ছেলেদের বার বার বলেছি এখানে ওয়ানডে সিরিজ হারলেও আমি সন্তুষ্ট থাকব। কিন্তু স্বাধীনভাবে খেল, উজাড় করে খেল। হারানোর কিছু নেই। কিন্তু তারা সেটা করতে পারছে না। যেভাবে খেলছে তাতে মনে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বর্তমান সময়ের থেকে অনেক পিছিয়ে।’ একই সঙ্গে দুই ফরমেটের ক্রিকেটে একটি দলের এতটা আকাশ-পাতাল ব্যবধান বিশ্ব আর কখনই দেখেনি। প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে ইতিহাস গড়েছে মিসবাহ-উল হকের দল। অন্যদিকে ওয়ানডেতে ‘নয়’ নম্বরে আজহারের পাকিস্তান, বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজেরও পেছনে তারা! ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করতে হলে আগামী বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে র‌্যাঙ্কিংয়ে আটে থাকতে হবে আজহারদের। অন্যথায় ‘কোয়ালিফাইং’ রাউন্ড খেলে বিশ্বকাপের মূল পর্বে নাম লেখাতে হবে পাকিস্তানকে! পাকিদের যখন এই অবস্থা, তখন ফুরফুরে মেজাজে প্রতিপক্ষ ইংলিশরা। জয়ের ধারা অব্যাহত রেখে মরগান বাহিনী আজই সিরিজ নিশ্চিত করতে চায়।
×