ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিষিদ্ধ দুই ফরাসী টেনিস তারকা

প্রকাশিত: ০৬:৪২, ৩০ আগস্ট ২০১৬

নিষিদ্ধ দুই ফরাসী টেনিস তারকা

স্পোর্টস রিপোর্টার ॥ রিও অলিম্পিকে পরাজয়ের পর প্রকাশ্যে ফ্রেঞ্চ টেনিস ফেডারেশনের সমালোচনা করেন দেশটির দ্বৈতের দুই শীর্ষ টেনিস তারকা ক্যারোলিন গার্সিয়া ও ক্রিস্টিনা মালডেনোভিচ। এর ফলে তাদের নিষিদ্ধ করেছে দেশটির সর্বোচ্চ টেনিস সংস্থা। ক্যারোলিন ও ক্রিস্টিনা ফ্রান্সের এক ও দুই নাম্বার খেলোয়াড়। তাদের উপর অস্থায়ী এই নিষেধাজ্ঞা বহাল থাকলে আগামী নবেম্বরে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে আর খেলা হবে না এই দুই শীর্ষ তারকার। ফেডারেশন আরও জানিয়েছে যে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ২৪ সেপ্টেম্বর জানানো হবে। এই দুজনের সঙ্গে সঙ্গে রিও অলিম্পিকে অংশগ্রহণকারী তাদের পুরুষ সতীর্থ বেনোয়িট পেয়ারও রয়েছেন। অন্তর্বর্তীকালীন এই নিষেধাজ্ঞা বেনোয়িটের ওপরও আরোপিত হবে। গার্সিয়ার সঙ্গে জুটি বেঁধে অলিম্পিকের ডাবলসে কোর্টে নেমেছিলেন মালডেনোভিচ। কিন্তু প্রথম রাউন্ডেই জাপানী জুটি এম ডোই ও হজোমির কাছে ২-১ সেটে পরাজিত হয়ে বিদায় নেন তারা। পরাজয়ের পরপরই এই হারের পেছনে ফেডারেশনের উদাসীনতাকে দায়ী করেন মালডনোভিচ। এ বিষয়ে এক টুইটার বার্তায় তিনি লিখেন, অলিম্পিকের আইন সম্পর্কে ঠিকমতো তাদের অবহিত করেনি ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন। এখানে ডাবলসে খেলতে হলে উভয় খেলোয়াড়কে একই রঙের জার্সি পরে কোর্টে নামতে হবে যা তারা জানতেন না। শেষ মুহূর্তে গার্সিয়ার জার্সি গায়ে দিয়ে তাকে খেলতে হয়েছে।
×