ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মালদ্বীপ সফরে বাংলাদেশ দল চূড়ান্ত

প্রকাশিত: ০৬:৪১, ৩০ আগস্ট ২০১৬

মালদ্বীপ সফরে বাংলাদেশ দল চূড়ান্ত

স্পোর্টস রিপোর্টার ॥ ‘এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের প্লে অফ-২’ পর্বে আগামী ৬ সেপ্টেম্বর নিজেদের মাটিতে ভুটানকে মোকাবেলা করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ ম্যাচের পূর্ব প্রস্তুতি হিসেবে আগামী ১ সেপ্টেম্বর মালদ্বীপের সঙ্গে একটি ‘এ্যাওয়ে’ প্রীতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ দল। এ লক্ষ্যে গত শনিবার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সোমবার খেলোয়াড় সংখ্যা ২৩-এ নামিয়ে এনে ঘোষণা করা হয়েছে চূড়ান্ত স্কোয়াড। ম্যাচ খেলতে মঙ্গলবার বেলা ১১টার দিকে মালদ্বীপের উদ্দেশে বিমানে ওঠার কথা বাংলাদেশ দলের। এদিকে বেলজিয়াম থেকে সরাসরি মালদ্বীপে এসে দলের সঙ্গে যোগ দেবেন বাংলাদেশ দলের হেড কোচ টম সেইন্টফিট। চোটের জন্য দলে ঠাঁই হয়নি এ্যাটাকিং মিডফিল্ডার মামুনুল ইসলামের। কয়েকদিন আগে অনুশীলন করতে গিয়ে পায়ে চোট পান তিনি। মামুনুল ছাড়াও আরও বাদ পড়েছেন মাকসুদুর, নেহাল, মিশু, মনসুর, ফাহাদ, জুয়েল, রুমন, সজীব, মেহেদী ও নয়ন। গত শুক্রবার জরুরী ভিত্তিতে নিজ দেশ বেলজিয়াম চলে যান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ টম সেইন্টফিট। স্ত্রীর সন্তান প্রসবকালে স্ত্রীর পাশে থাকতেই ৪৩ বছর বয়সী টমের এমন তড়িঘড়ি করে চলে যাওয়া। এটি তাদের প্রথম সন্তান। চিকিৎসকের দেয়া সূচী মতে সম্ভাব্য ১২ সেপ্টেম্বর সন্তান প্রসবের কথা থাকলেও আগেভাগেই হাসপাতালে নিতে হয় টমের স্ত্রীকে। মানবিক খাতিরেই তাই কোচকে ছুটি দেয় বাফুফে। ইতোমধ্যেই জানা গেছে টম কন্যা সন্তানের বাবা হয়েছেন। সেইন্টফিটের অনুপস্থিতিতে ফুটবলারদের অনুশীলনের দায়িত্ব বাফুফের টেকনিক্যাল এ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল থমাস স্মলি ও দক্ষিণ আফ্রিকান ফিটনেস কোচ রাডো বার্ডিন এবং স্থানীয় সহকারী কোচ জাকারিয়া বাবু ও মোস্তফা আনোয়ার পারভেজ বাবু। চার গোলরক্ষক শহীদুল আলম সোহেল, আশরাফুল রানা, মোস্তাকুর রহমান মোস্তাক ও মোহাম্মদ নেহালের জন্য রয়েছেন নিউজিল্যান্ডের গোলরক্ষক কোচ রায়ান স্যান্ডফোর্ড। বাংলাদেশ ফুটবল দল ॥ শহীদুল, আশরাফুল, রায়হান, নাসির, তপু, মামুন মিয়া, আরিফুল, প্রাণতোষ, রেজাউল, ওয়ালী, রনি, সোহেল রানা, ইমন, হেমন্ত, রুবেল, জীবন, ইয়ামিন, জাফর, আবদুল্লাহ্, সেন্টু, সোহেল, দিদারুল ও শরীফ।
×