ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বোলিং এ্যাকশন শোধরানোয় ব্যস্ত সানি

প্রকাশিত: ০৬:৩৯, ৩০ আগস্ট ২০১৬

বোলিং এ্যাকশন শোধরানোয় ব্যস্ত সানি

স্পোর্টস রিপোর্টার ॥ বছরটা তেমন ভাল যাচ্ছে না। একের পর এক অযাচিত ঘটনার শিকার হচ্ছেন আরাফাত সানি। বছরের শুরুর দিকে টি২০ বিশ্বকাপের সময় বোলিং এ্যাকশনে ত্রুটি শনাক্ত হওয়ার কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন। আর কিছুদিন আগেই পিতৃবিয়োগের মতো কঠিন আঘাত পেয়েছেন। এমন দুটি আঘাত সয়েও এখন অনুশীলনে মনোযোগী এ বাঁহাতি বাংলাদেশী স্পিনার। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে আবারও বোলিং এ্যাকশনের পরীক্ষা দিয়ে ত্রুটিমুক্ত প্রমাণ করতে হবে নিজেকে। ৫ সেপ্টেম্বর সেই পরীক্ষা দেবেন। এ কারণে পেছনের সবকিছু ভুলে এখন নিজের এ্যাকশনে ত্রুটি শোধরানোর জন্য উঠে পড়ে লেগেছেন। সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শেষে এমনটাই জানালেন সানি। দীর্ঘদিন বাংলাদেশ দলের কোন আন্তর্জাতিক ক্রিকেট ছিল না। তবে ঘরোয়া ক্রিকেটে ত্রুটি নিয়েই খেলে গেছেন সানি এবং চেষ্টা করেছেন যে সমস্যা চিহ্নিত হয়েছে সে সব শুধরে নেয়ার। স্পিন বোলিং কোচ রুয়ান কালপাগের সঙ্গেও কাজ করেছেন। এখন নিজে থেকেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দ্রুত নিজেকে পরিপূর্ণ শুদ্ধ করে তোলার। কারণ আগামী মাসের শেষদিকে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপরই আবার ইংল্যান্ড ক্রিকেট দল আসবে। সে সিরিজে আছে আরও তিন ওয়ানডে ম্যাচ। এর বেশ আগেই নিজের বোলিং এ্যাকশন শুধরানোর পরীক্ষা। উত্তীর্ণ হতে হবে ৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় দেয়া টেস্টে। একই সঙ্গে সাময়িকভাবে নিষিদ্ধ পেসার তাসকিন আহমেদের সঙ্গেই যাবেন তিনি। এ বিষয়ে সানি বলেন, ‘আসলে আমি পুরোপুরি আমার বোলিংয়ে মনোনিবেশ করছি। যেহেতু আমার একটা সমস্যা হয়েছে। অনুশীলন করছি, ড্রিল করছি। এখন সম্পূর্ণ মনোযোগ আমার নিজেকে নিয়ে। আমি এ মুহূর্তে অন্য বিষয়গুলো দেখছি না। যেহেতু ৫ তারিখে টেস্ট। তাসকিনের সঙ্গে যাব। ইনশাআল্লাহ সবার দোয়া সঙ্গে থাকলে, আমার কোচিং স্টাফ সবাই বলছে আগের থেকে অনেক ভাল।’ গত ২১ আগস্ট সানির বাবা পরলোকগমন করেছেন। সেই শোকটা ভুলে এখন পেশাদারিত্বের কারণে নিজেকে নিয়োজিত করেছেন অনুশীলনে। নিজের মানসিক অবস্থা নিয়ে সানি বলেন, ‘আমাদের যেহেতু উপর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে চলেও যেতে হবে একদিন। সেটা নিয়ে মন খারাপ ছিল। কিন্তু আমার কাজ তো আমার করতে হবে।’ বোলিং এ্যাকশনে কি ধরনের ত্রুটি ছিল সে সম্পর্কে বেশ ওয়াকিবহাল সানি। সেটা নিয়েই মূলত বেশি বেশি কাজ করে যাচ্ছেন তিনি। এ বিষয়ে সানি বলেন, ‘আমার সমস্যা ছিল ল্যান্ডিং নিয়ে। ল্যান্ডিংটা আনুভূমিকভাবে সমান হতো এখন সমান্তরাল হচ্ছে। ওটা যদি ঠিকমতো করতে পারি ইনশাআল্লাহ আমার বোলিং এ্যাকশন আগের মতো ঠিক হয়ে যাবে। আমি বেশ আত্মবিশ্বাসী। এর আগেও অনেক বোলার এ রকম বিষয়ের মোকাবেলা করেছে। সবাই কিন্তু প্রত্যাবর্তন করেছে। আমিও সেভাবে খুবই ভালভাবে ফিরব।’ তবে ঠিক এই গুরুত্বপূর্ণ মুহূর্তে স্পিন বোলিং কোচ কালপাগে নেই। যদিও তার অধীনে কিছুদিন এ্যাকশন নিয়ে কাজ করেছেন সানি। এ বিষয়ে এ বাঁহাতি বলেন, ‘ওর সঙ্গে আগে আমি কাজ করেছি। আমার বোলিং ভিডিওর ক্লিপগুলো ওকে পাঠাতাম। ওগুলো দেখে ও পরামর্শ দিত কোন কোন জায়গায় ঘাটতি ছিল। যদি কাছে থাকত অথবা ওর চলে যাওয়ার পর কেউ থাকত তাহলে আমার জন্য অনেক উপকার হতো। এখানে আমার বোলিং ভিডিও বিশ্লেষণ হয়েছে। যারা করছে ওরা আমাকে পরামর্শ দিয়েছে। নাসু ভাই, সালাউদ্দিন ভাই আমাকে পরামর্শ দিয়েছে।’ কিছুটা পরিবর্তন আনতে হয়েছে এ্যাকশনে। সে বিষয়ে তিনি বলেন, ‘যেই পরীক্ষা দিয়েছি ওনাদের কথায় আমি আত্মবিশ্বাসী হয়েছি। স্কিল অনুশীলনে কোচও দেখে বলেছেন যে অনেক ভাল হচ্ছে এ্যাকশন। এতদিন একটা এ্যাকশনে বোলিং করছি তাই একটু তো ঘাটতি থাকবেই। নতুনটা নিয়মিত করলে অবশ্যই সেটা মানিয়ে উঠে ফিরে আসতে পারব।
×