ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অসি অলিম্পিয়ানদের সাম্বা নৃত্যে বরণ

প্রকাশিত: ০৬:৩৮, ৩০ আগস্ট ২০১৬

অসি অলিম্পিয়ানদের সাম্বা নৃত্যে বরণ

স্পোর্টস রিপোর্টার ॥ এবারও রিও ডি জেনিরো অলিম্পিকে হতাশাজনক নৈপুণ্য দেখিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রীড়াবিদরা। ১৯৯২ সালে বার্সিলোনায় অনুষ্ঠিত অলিম্পিকের পর এবারই সবচেয়ে কম পদক জয় করেছে তারা। কিন্তু মর্যাদার অলিম্পিক বলে কথা, দারুণ যোগ্যতা সম্পন্নরাই এমন একটি আসরে নেমে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেন। এ কারণে ব্যতিক্রমী আয়োজনে অসি অলিম্পিয়ান ক্রীড়াবিদদের বরণ করা হয়েছে। দেশজুড়েই আনন্দ উদযাপন চলবে। এর প্রথমটি হলো সিডনি অপেরা হাউসে। সেখানে ব্রাজিলিয়ান নৃত্যশিল্পীরা ছিলেন। ব্রাজিলের ঐতিহ্যবাহী সাম্বা নৃত্য দিয়ে বরণ করা হয়েছে অসি অলিম্পিয়ান ক্রীড়াবিদদের। এবার রিও অলিম্পিকে দশম স্থান নিয়ে শেষ করেছে অস্ট্রেলিয়া। গত আসর থেকেই পড়তির দিকে ছিল অসি অলিম্পিয়ানদের নৈপুণ্য। ২০০৪ সালে চতুর্থ অবস্থানে থাকা অসিরা ২০১২ অলিম্পিকে অষ্টম অবস্থান নিয়ে শেষ করে। এবার আরও নিম্নগামী হয়েছে নৈপুণ্য। ৮ স্বর্ণ, ১১ রৌপ্য ও ১০ ব্রোঞ্জসহ ২৯ পদক জিতেছে এবার অস্ট্রেলিয়া। এমন বাজে পারফর্মেন্সের কারণে কর্মকর্তাদের পরস্পরের মধ্যেও কাদা ছোড়াছুড়ি চলছে। একে অপরকে দোষারোপ করছেন। তবে এর মধ্যেও অলিম্পিয়ানদের বেশ ভালভাবেই বরণ করে নিল অস্ট্রেলিয়ার মানুষ। দেশজুড়েই চলবে অলিম্পিয়ানদের নিয়ে উৎসব। সেটার শুরু হলো বিখ্যাত অপেরা হাউস দিয়েই। সেখানে বর্ণাঢ্য আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ব্রাজিল থেকে আনা নর্তকী। ওই সুন্দরী নর্তকীরা পরিবেশন করেছেন মনোমুগ্ধকর ঐতিহ্যবাহী সাম্বা নৃত্য। সিডনির গবর্নর জেনারেল পিটার কসগ্রোভ অলিম্পিক দলের সদস্যদের প্রশংসাও করেছেন। অপেরা হাউসে প্রবেশের আগেই বিশেষ সংবর্ধনা দেয়া হয়েছে ক্রীড়াবিদদের। কসগ্রোভ এ সময় বলেন, ‘আমরা তোমাদের সাফল্য উদযাপন করছি দেশের সর্বত্র। ঘরের ভেতরে, বাইরে লাফালাফি করে এবং কর্মক্ষেত্রে আমরা তোমাদের সাফল্য উদযাপন করেছি। এতে কোন সন্দেহ নেই চ্যাম্পিয়ন হিসেবে যে পদকগুলো তোমাদের প্রদান করা হয়েছে সেসব প্রতিটি অস্ট্রেলিয়ানের জন্য বিরাট দৃষ্টান্তমূলক।’ ব্রাজিলিয়ান নর্তকীদের সঙ্গে ছিল ড্রামারের একটি দল। নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধানমন্ত্রী মাইক বেয়ার্ড ও সিডনি লর্ড মেয়র ক্লোভার মুর ছিলেন এই উৎসব আয়োজনের অন্যতম ব্যক্তি।
×