ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতি লন্ডন পৌঁছেছেন

প্রকাশিত: ০৬:২৮, ৩০ আগস্ট ২০১৬

রাষ্ট্রপতি লন্ডন পৌঁছেছেন

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার জন্য রবিবার লন্ডন পৌঁছেছেন। রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি ব্রিটেনের রাজধানী লন্ডনের হিথরো বিমানবন্দরে ৪টা দশ মিনিটে (লন্ডন সময়) অবতরণ করে। খবর বাসসর। যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। রাষ্ট্রপতি আগামী ৪ সেপ্টেম্বর দেশে ফিরবেন। বাংলাদেশী শান্তিরক্ষীদের চিকিৎসা সেবা সুদানের দারফুরের জাতিসংঘ মিশনে বাংলাদেশী শান্তিরক্ষী কন্টিনজেন্ট ফোর্স রিজার্ভ কো¤পানি/২ এর তত্ত্বাবধানে সম্প্রতি এলজেনিনা শরণার্থী শিবিরে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। এখানে প্রায় ৫ হাজার শরণার্থী বসবাস করে। বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিচালনায় এই চিকিৎসা সেবা কার্যক্রম সুদান সেনাবাহিনীসহ অন্যান্য দেশের সেনাবাহিনীর চিকিৎসকগণ অংশগ্রহণ করেন। দিনব্যাপী ঐ কার্যক্রমে বিনামূল্যে ৬ শতাধিক অসহায় দুস্থ রোগীকে বিভিন্ন রোগের জন্য ওষুধ প্রদান ছাড়াও ম্যালেরিয়া রোগ নির্ণয়সহ রক্তের অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। তাছাড়া কয়েকটি মাইনর অপারেশনও করা হয়। উল্লেখ্য, উক্ত সেবা কার্যক্রমের অংশ হিসেবে প্রতিবন্ধী দুস্থদের মধ্যে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়। -আইএসপিআর।
×