ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১৫ ও ২১ আগস্টের ঘাতকদের বিচার দাবিতে ওষুধ ব্যবসায়ীদের মানববন্ধন

প্রকাশিত: ০৬:২৭, ৩০ আগস্ট ২০১৬

১৫ ও ২১ আগস্টের ঘাতকদের বিচার দাবিতে ওষুধ ব্যবসায়ীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধুর খুনী এবং ২১ আগস্টের হত্যাকারীদের বিচার দাবিতে পুরান ঢাকার মিটফোর্ডসহ সারাদেশে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ কেমিস্ট এ্যান্ড ড্রাগিস্ট সমিতি। সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দোকান বন্ধ রেখে এ কর্মসূচী পালন করে তারা। সমিতির সভাপতি সাদেকুর রহমান সাংবাদিকদের বলেন, শুধু মিটফোর্ডের প্রায় আড়াই হাজার ওষুধ ব্যবসায়ী নন, সারাদেশের প্রায় এক লাখ ব্যবসায়ী এই মানববন্ধনে অংশ নিয়েছেন। এসময় ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাজধানীর ধানম-িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা এবং ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে চালানো গ্রেনেড হামলাকে বাংলাদেশের ইতিহাসের ঘৃণ্যতম কাজ হিসেবে আখ্যায়িত করেন সাদেকুর রহমান। ১৯৭৫ সালের ওই ঘটনার সময় দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। ২০০৪ সালে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে চালানো ওই গ্রেনেড হামলায় প্রাণ হারান আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী রহমানসহ ২৪ জন। হামলায় প্রাণে বেঁচে গেলেও শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগ সভানেত্রী হাসিনার।
×