ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টিয়ার্স ব্যাংক!

প্রকাশিত: ০৬:০৯, ৩০ আগস্ট ২০১৬

টিয়ার্স ব্যাংক!

চোখের পানিও ‘কেনা’ যাবে! আবার চোখের পানি জমিয়েও রাখা যাবে। এজন্য চালু হচ্ছে টিয়ার্স ব্যাংক। ব্যাংকে চোখের পানি দেয়া বা নেয়ার জন্য এ্যাকাউন্ট খোলা যাবে চোখের পানির ব্যাংকে। রীতিমতো দাম চুকিয়েই চোখের পানি নিতে হবে ব্যাংক থেকে। এমন উদ্যোগ নিয়েছে ইসরাইলের নিউরো-বায়োলজিস্ট, রেহ্ভোতের ওয়াইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সের অধ্যাপক নোয়াম সবেল। ব্ল্যাড ব্যাংক ও প্রতিস্থাপন, গবেষণার জন্য কিডনি, ফুসফুসসহ বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের ব্যাংকের পর এবার নোয়াম চালু করতে যাচ্ছেন টিয়ার্স ব্যাংক। -ওয়েবসাইটের
×