ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জিপিএইচ ইস্পাত ও চীনা প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই

প্রকাশিত: ০৬:০৮, ৩০ আগস্ট ২০১৬

জিপিএইচ ইস্পাত ও চীনা প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সর্বাধুনিক প্রযুক্তিতে আন্তর্জাতিক মানসম্পন্ন এয়ার সেপারেশন প্লান্ট স্থাপনে চীনা প্রতিষ্ঠান সিচুয়ান এয়ার সেপারেশন প্লান্ট কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশের জিপিএইচ ইস্পাত লিমিটেড। সোমবার দুপুরে চট্টগ্রাম নগরীর আছাদগঞ্জে প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিসে এ চুক্তি স্বাক্ষর হয়। জিপিএইচ ইস্পাতের পক্ষে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল এবং চীনা প্রতিষ্ঠানের পক্ষে কোম্পানির ভাইস জেনারেল ম্যানেজার শান কাই চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও চীনা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জুহু শুমিং, পরিচালক ইয়াং জিয়ান, জেনারেল ম্যানেজার ইয়াং মেইয়ুআন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শান কাই বলেন, ‘বাংলাদেশ চীনের সঙ্গে সরকারী-বেসরকারী বাণিজ্য, বিনিয়োগ ও সহায়তার সম্পর্ক অত্যন্ত চমৎকার। জিপিএইচ’র সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বাংলাদেশের ইস্পাত খাতে আমরা কাজ করতে পেরে সন্তুষ্ট।’ জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘বাংলাদেশে অন্য এয়ার সেপারেশন প্লান্ট যেমন লিনডে বাংলাদেশ লিমিটেড (প্রাক্তন বিওসি) যেখানে গড়পরতা দৈনিক ৮০ টন উৎপাদন ক্ষমতা রাখে, সেখানে আমরা ২৫০ টন উৎপাদন করতে পারব। ইন্ডাস্ট্রিয়াল, মেডিক্যাল এবং স্থানীয়ভাবে তা সস্তাদরে বাজারজাত করা হবে। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল বলেন, ‘আমাদের বিনিয়োগ শুধু ব্যবসার জন্য নয়, জিপিএইচ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ।’ প্রতিষ্ঠানটির মিডিয়া এ্যাডভাইজার ওসমান গনি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রজেক্ট ডিরেক্টর ড. এএসএম সুমন, নির্বাহী পরিচালক এবি সিদ্দিক, সিনিয়র জিএম কামরুল ইসলাম, জিএম সরোজ কান্তি চক্রবর্তী প্রমুখ।
×