ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুই জামায়াত নেতা ও চার শিবিরকর্মী গ্রেফতার

প্রকাশিত: ০৬:০৭, ৩০ আগস্ট ২০১৬

দুই জামায়াত নেতা ও চার শিবিরকর্মী গ্রেফতার

জনকণ্ঠ ডেস্ক ॥ সন্ত্রাস ও জঙ্গীবিরোধী পৃথক অভিযানে বিভিন্ন জেলা থেকে জামায়াতের সাবেক আমিরসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার নাটোর জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক ইউনুস আলী ও কক্সবাজারের মহেশখালীতে রাষ্ট্্রদ্রোহ মামলার পলাতক আসামি জামায়াত নেতা মৌলভী এনামুল হক এবং রবিবার গভীর রাতে কুমিল্লায় শিবিরের চার কর্মীকে একটি দেশী রিভলবারসহ গ্রেফতার করা হয়। খবর নিজস্ব সংবাদদাতাদের পাঠানো। জানা গেছে, নাটোর জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক ইউনুস আলীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে শহরের বড়হরিশপুর বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে। নাটোর সদর থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের হরিশপুর বাইপাস এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একাধিক নাশকতার মামলার তালিকাভুক্ত আসামি জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক ইউনুস আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। ইউনুস আলীর পরিবারের দাবি, তিনি সব মামলায় আদালত থেকে জামিনে রয়েছেন। মহেশখালী ॥ কক্সবাজারের মহেশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে রাষ্ট্রদ্রোহ মামলার পলাতক আসামি জামায়াত নেতা মৌলভী এনামুল হককে (৫০) গ্রেফতার করেছে। সোমবার দুপুরে উপজেলার শাপলাপুরে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। আটক মৌলভী এনামুল হক শাপলাপুর ইউনিয়নের ষাটমারা গ্রামের মৃত আলী মিয়ার পুত্র। কুমিল্লা ॥ এখানে পুলিশের অভিযানে একটি দেশী রিভলবার ও জামায়াত-শিবিরের লিফলেটসহ ৪ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। জেলার কোটবাড়ী সানন্দা এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও সিসিএন বিশ্ববিদ্যালয়ের ৪ ছাত্রকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ছাত্র ও ওই বিশ্ববিদ্যালয়েরই ফেনী জেলার দাগনভুঁঞা উপজেলার জয়লস্কর গ্রামের আবুল হোসেনের পুত্র মনিরুল ইসলাম, লোক প্রশাসন বিভাগের ছাত্র ও নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার গোত্রম-ল গ্রামের আক্কাছ আলীর পুত্র নুরুল ইসলাম, সিসিএন বিশ্ববিদ্যালয়ের ছাত্র জেলার সদর দক্ষিণ উপজেলার জয়কামতা গ্রামের আবুল খায়েরের পুত্র আলমগীর হোসেন, একই গ্রামের আব্দুর রহিমের পুত্র আরিফ হোসেন। শিবির ক্যাডার জেল হাজতে ॥ স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে জানান, রামুর গর্জনিয়া বিদ্যাপীঠ কেজি স্কুলের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুন ওরফে জেকিকে তথ্যপ্রযুক্তি আইনে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
×