ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৫ বছরের ভারতীয় মাল্টিপল ট্যুরিস্ট ভিসা প্রথম পেলেন নূরুল হক

প্রকাশিত: ০৬:০৭, ৩০ আগস্ট ২০১৬

৫ বছরের ভারতীয়  মাল্টিপল ট্যুরিস্ট ভিসা প্রথম পেলেন নূরুল হক

কূটনৈতিক রিপোর্টার ॥ প্রথমবারের মতো একজন বাংলাদেশী নাগরিককে পাঁচ বছর মেয়াদী মাল্টিপ্ল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা দিয়েছে ভারত। সোমবার গাজীপুরের অধিবাসী ৬৮ বছর বয়সী নূরুল হক আখন্দকে এই ভিসা দেয়া হলো। ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা প্রথমবারের মতো পাঁচ বছর মেয়াদী মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসাটি নূরুল হক আখন্দকে প্রদান করেন। ভারত সরকার সম্প্রতি ঘোষণা করেছে যে, ৬৫ বছরের বেশি বয়সী বাংলাদেশী নাগরিকরা এখন থেকে দীর্ঘমেয়াদী মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। যার মেয়াদ হবে পাঁচ বছর। তবে প্রতিবার মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসায় ভ্রমণকালে কোন অবস্থাতেই টানা ৯০ দিনের বেশি অবস্থান করা যাবে না। ভারতীয় হাইকমিশন জানিয়েছে, এই ভিসা সুবিধা প্রবীণ নাগরিকদের সুবিধার্থে ভারত সরকার থেকে ঘোষিত একটি শুভেচ্ছা প্রতীক। আশা করা হচ্ছে এটি সহজে ভারতীয় ভিসা সংগ্রহে সাহায্য করবে। এছাড়া এই উদ্যোগের মধ্য দিয়ে উভয় দেশের মধ্যে মানুষে-মানুষে সংযোগ ও সম্পর্ক উত্তরোত্তর দৃঢ় করবে।
×