ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রামপাল বিদ্যুত প্রকল্প

বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলনে যাবে না জাতীয় কমিটি

প্রকাশিত: ০৫:৫৮, ৩০ আগস্ট ২০১৬

বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলনে যাবে না জাতীয় কমিটি

স্টাফ রিপোর্টার ॥ রামপালে বিদ্যুত প্রকল্প নিয়ে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলন যাবে না তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত-বন্দর রক্ষা জাতীয় কমিটি। সোমবার এক সংবাদ সম্মেলনে জাতীয় কমিটি এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়। গত ২৪ আগস্ট বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রামপাল বিদ্যুত কেন্দ্র নিয়ে আন্দোলনের ঘোষণা দেন। বিএনপি নেত্রীর ঘোষণার পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইমলাম আলমগীর বলেন, আমরা বাম দলগুলোর আন্দোলনকে সমর্থন দিচ্ছি। তবে রামপাল ইস্যুতে বিএনপি মাঠের আন্দোলনে নামবে কি না তা পরিষ্কার করেননি ফখরুল। তিনি ওই সময় জানিয়েছিলেন বিষয়টি সরকারের আচরণের উপর নির্ভর করবে। এরমধ্যেই ২৭ আগস্ট সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামপাল বিষয়ে বিভ্রান্তি না ছড়াতে সকলকে আহ্বান জানান। একই সঙ্গে রামপাল সুন্দরবনের কোন ক্ষতি করবে না বলে সকলকে আশ্বস্ত করেন। রামপাল বিদ্যুত কেন্দ্রবিরোধী আন্দোলনকারীদের পেছনে বিএনপির ইন্ধন রয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি প্রধান খালেদা জিয়ার বক্তব্যের বিষয়ে নিজেদের মতামত জানাতে সোমবারের সংবাদ সম্মেলন করে জাতীয় কমিটি। সংবাদ সম্মেলনে আনু মোহাম্মদ অভিযোগ করেন, দশ বছর আগে ফুলবাড়ি আন্দোলনে বিএনপি সরকার হামলা চালিয়েছে, আওয়ামী লীগ সমর্থন দিয়েছিল। রামপাল ইস্যুতে এখন সরকার সমালোচনা করছে। বিএনপি সমর্থন দিচ্ছে। দুই দলের চরিত্র একই রকম। রামপাল ইস্যুতে বিএনপির সঙ্গে কোন ঐক্য সম্ভব নয় জানিয়ে অধ্যাপক আনু বলেন, এ আন্দোলনে ক্ষমতাভোগী দলগুলো পৃষ্ঠপোষকতার প্রয়োজন নেই। আন্দোলনের খরচ নিয়ে প্রধানমন্ত্রীর কটাক্ষের বিষয়ে আনু মুহাম্মদ বলেন, প্রধানমন্ত্রী যখন ফুলবাড়ী আন্দোলনে সমর্থন জানিয়েছিলেন, তখন যেভাবে খরচ যোগাড় করা হতো, এখনও সেভাবেই ব্যয় মেটানো হয়। কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, রামপাল প্রকল্প বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। রামপালে বিদ্যুতকেন্দ্র হলে সুন্দরবনের ক্ষতি হবে না প্রধানমন্ত্রীর এমন দাবি প্রত্যাখ্যান করে নিজেদের আন্দোলনের পক্ষে যুক্তি তুলে ধরে তেল-গ্যাস কমিটি। এসময় কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
×