ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে চোরাই পথে আনা ভারতীয় কাপড় উদ্ধার, গ্রেফতার ১

প্রকাশিত: ০৪:৩৪, ৩০ আগস্ট ২০১৬

জয়পুরহাটে চোরাই পথে আনা ভারতীয় কাপড় উদ্ধার, গ্রেফতার ১

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ২৯ আগস্ট ॥ রবিবার রাতে জয়পুরহাট শহরের পশ্চিম দেবীপুর গ্রামের ফল ব্যবসায়ী বেলাল হোসেনের বাড়ি থেকে ডিবি পুলিশ ৫০ লাখ টাকার ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শাড়ি ও শার্টের থান কাপড় উদ্ধার করে। এ ঘটনায় ফল ব্যবসায়ী বেলাল হোসেনকে আটক করা হয়েছে। জয়পুরহাট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার রুহুল আমিন জানান, পশ্চিম দেবীপুর গ্রামের ফল ব্যবসায়ী বেলাল হোসেনের বাড়িতে গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় উদ্ধার করে। এ ব্যাপারে জয়পুরহাট থানায় মামলা হয়েছে। ধামইরহাটে কবি আব্দুর রউফের সাহিত্য শিল্পকর্মের ওপর আলোচনা নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৯ আগস্ট ॥ সোমবার সকাল ১০টায় নওগাঁর ধামইরহাটে মানবতার কবি এসএম আব্দুর রউফের জীবন ও সাহিত্য শিল্পকর্মের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট এমএম ডিগ্রী কলেজের গ্রন্থাগার কক্ষে ওই কলেজের বাংলা বিভাগের প্রভাষক বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত গীতিকার কবি এসএম আব্দুর রউফের জীবন ও সাহিত্য শিল্পকর্মের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ওই কলেজের বাংলা বিভাগের প্রভাষক এমএ হোসাইন। ওই কলেজের শিক্ষার্থী মিঠু ও মোরশেকুল ইসলামের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- সহকারী অধ্যাপক সাইদুর রহমান, সহকারী অধ্যাপক আলহাজ শফি উদ্দিন, কবি ও গীতিকার এসএম আব্দুর রউফ, প্রদর্শক তোজাম্মেল হক, শিক্ষার্থী স্বপ্না আক্তার, নাইম হোসেন, আসাদুল ইসলাম, মাসুম বিল্লাহ প্রমুখ। সাপাহারে ৮ কেজি বোয়াল মাছের পোনা জব্দ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৯ আগস্ট ॥ সোমবার সকালে নওগাঁর সাপাহারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ কেজি বোয়াল মাছের পোনা জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদফতর। উপজেলার হাপানিয়া নদীর ঘাট থেকে এ মাছের পোনা জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী মৎস্য অফিসার মনিরুজ্জামান। উপজেলা মৎস্য অফিসার শাম্মী শিরীন জানান, সকালেই জব্দকৃত বোয়াল মাছের পোনাগুলো উপজেলার সহদলপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দেয়া হয়। এ সময় সেখানে উপজেলা দফতরের অফিসাররা উপস্থিত ছিলেন।
×