ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পরীক্ষার ফি কমের শাস্তি- লজ্জা সইতে না পেরে আত্মহত্যা

প্রকাশিত: ০৪:৩৩, ৩০ আগস্ট ২০১৬

পরীক্ষার ফি কমের শাস্তি- লজ্জা সইতে না পেরে আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২৯ আগস্ট ॥ পরীক্ষার ফি কম দেয়ায় শিক্ষকের শাস্তির অপমান সইতে না পেরে সাথী আক্তার (১৪) নামে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সোমবার দুপুর ২টার দিকে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মধ্য বাগাদী গ্রামের শেখ বাড়িতে ওই শিক্ষার্থীর বসতঘরে এ ঘটনা ঘটে। সাথী ওই বাড়ির দেলোয়ার হোসেন শেখের দ্বিতীয় মেয়ে। সে বাগাদী গণি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ‘খ’ শাখার ছাত্রী। ওই বাড়ির বাসিন্দা ওয়না বেগম জানান, সাথীসহ আরও কয়েক শিক্ষার্থীকে রবিবার বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলাউদ্দিন রোদের মধ্যে এক ঘণ্টা দাঁড় করিয়ে রাখে। মেয়েরা রোদে পুড়ে কালো হয়ে গেলে পরে অন্য শিক্ষকরা তাদের শ্রেণীকক্ষে নিয়ে আসে। সোমবার সকালে সাথী বিদ্যালয়ে যাওয়ার সময়ে মায়ের কাছে বাকি ৮০ টাকা চাইলে মা দিতে অপারগতা প্রকাশ করে। এর পর সাথী বিদ্যালয়ে না গিয়ে সকলের অগোচরে ঘরের আড়ার সঙ্গে উড়না জড়িয়ে ফাঁস দেয়। বিদ্যালয়ের শিক্ষার্থী কোহিনুর ও রতœা জানায়, সাথীর আত্মহত্যার খবর শোনার পর বিক্ষুব্ধ জনতা বিদ্যালয়ের দরজা জানালা ভাংচুর করে এবং সব শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে চলে যায়। শিক্ষকসহ সকলে পালিয়ে যায়। বর্তমানে বিদ্যালয়টি তালাবদ্ধ। ঘটনার বিবরণ দিতে গিয়ে পিংকি আক্তার নামে সাথীর সহপাঠী অজ্ঞান হয়ে পড়ে। কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৯ আগস্ট ॥ শেরপুরে ব্যবসায়ী নেতা পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও পাকুরিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ হায়দর আলীসহ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ব্যবসায়ীদের কৃতী সন্তানদের সংবর্ধনা দিয়েছে চেম্বার অব কমার্স। ২৯ আগস্ট সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই ব্যবসায়ী নেতা ও ব্যবসায়ী পরিবারের ৩৭ কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও এফবিসিআইসি পরিচালক মাসুদ সভাপতিত্ব করেন। নওগাঁয় বিজ্ঞানমেলা নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৯ আগস্ট ॥ শিশু শিক্ষার্থীদের বিজ্ঞানমুখী করার লক্ষ্যে সোমবার দিনব্যাপী নওগাঁর পোরশা উপজেলার কাতিপুর কালীনগর উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞানমেলা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় মেলার উদ্বোধন করা হয়। শিক্ষার্থীদের নিজ উদ্যোগে তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক স্টল পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আনিছুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক একরামুল হক শাহ। এ সময় উপস্থিত ছিলেন কালাইবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, মশিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান প্রমুখ।
×