ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যৌতুকের জন্য গৃহবধূ হত্যা ॥ ধরা পড়েনি আসামি

প্রকাশিত: ০৪:৩২, ৩০ আগস্ট ২০১৬

যৌতুকের জন্য গৃহবধূ হত্যা ॥ ধরা পড়েনি আসামি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ যৌতুকের এক লাখ টাকা না পেয়ে অমানষিক নির্যাতনের পর পরিকল্পিতভাবে এক সন্তানের জননীকে হত্যার ঘটনায় মামলা দায়েরের পরও আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে রহস্যজনক ভূমিকা পালনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি হিজলা উপজেলার আসলী আবুপুর গ্রামের। একই উপজেলার আবুপুর গ্রামের আব্দুর রাজ্জাক বেপারী জানান, তার মেয়ে রাবেয়া আক্তার খাজিদাকে ২০১৩ সালের ১৩ নবেম্বর পার্শ¦বর্তী আসলী আবুপুর গ্রামের হারুন বেপারীর ছেলে ইসমাইল বেপারীর সঙ্গে বিয়ে দেয়া হয়। দাম্পত্য জীবনে তাদের আদিবা নামের ৫ মাসের কন্যা সন্তান রয়েছে। রাজ্জাক বেপারী অভিযোগ করেন, বিয়ের সময় বর পক্ষের দাবি অনুযায়ী যৌতুকের নগদ এক লাখ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় তিন লাখ টাকার মালামাল দেয়া হয়। সম্প্রতি ব্যবসার কথা বলে ইসমাইল ও তার পরিবারের লোকজনে আরও ২ লাখ টাকার জন্য তার মেয়ে খাদিজাকে চাপ প্রয়োগ করে। রাজ্জাক বেপারীর ছেলে আফজাল বেপারী জানান, বোনের সুখের কথা চিন্তা করে ধারদেনা করে দাবিকৃত যৌতুকের এক লাখ টাকা পরিশোধ করা হয়। বাকি এক লাখ টাকার জন্য যৌতুকলোভী ইসমাইল ও তার পরিবারের সদস্যরা খাদিজাকে শারীরিক নির্যাতন করে। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ হয়। এরই মধ্যে গত ৭ আগস্ট সকালে যৌতুকের দাবিকৃত এক লাখ টাকার জন্য ইসমাইল বেপারী, তার বোন মাকসুদা, ভাই ইয়াসিন, বোনজামাতা বাদল হোসেন জোটবদ্ধ হয়ে খাদিজাকে অমানষিক নির্যাতন করে। এতে জ্ঞানশূন্য হয়ে পড়লে পরিকল্পিতভাবে তাকে (খাদিজা) হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে এলাকায় আত্মহত্যার কথা রটিয়ে দেয়া হয়। নড়াইলে ৪৫ প্রকারের স্ট্যাম্প সিলসহ আটক ২ নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২৯ আগস্ট ॥ নড়াইলে ৪৫ প্রকারের স্ট্যাম্প সিল ও পাকিস্তানী আমলের কোর্ট ফিসহ জালিয়াতি চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আদালত এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটককৃতরা হলো জেলার কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামের হাবিবুর রহমান ও নড়াগাতী গ্রামের আবুল কালাম ফকির। পুলিশ জানিয়েছে, জেলা প্রশাসকের কার্যালয়ের কয়েকজন কর্মচারী আদালত সড়কের মফিজুর রহমানের চায়ের দোকান থেকে হাবিবুর ও আবুল কালামকে ডেকে অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যান।
×