ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাবার হাতে স্কুলছাত্রী খুন ॥ অন্যত্র তিন লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:৩২, ৩০ আগস্ট ২০১৬

বাবার হাতে স্কুলছাত্রী খুন ॥ অন্যত্র তিন লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ বগুড়ায় বাবার লাঠির আঘাতে নিহত হয়েছে স্কুলছাত্রী। অন্যত্র উদ্ধার হয়েছে তিন লাশ। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : বগুড়া ॥ কাহালু উপজেলার মহেশপুর গ্রামে সোমবার সকালে বাবার হাতে সাদিয়া আক্তার (১৫) নামে স্কুলছাত্রী খুন হয়েছে। সে কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। ঘটনার পর থেকে স্কুলছাত্রীর বাবা শফিউল আলম খোকন পলাতক রয়েছে। পুলিশ জানায়, আগামী মাসে স্কুলছাত্রীটির বিয়ের কথা ছিল। এ নিয়ে কেনাকাটাও শেষ। সকালে পারিবারিক বিষয় নিয়ে বাড়িতে বাবা ও মেয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বাবা মেয়ের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে সে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। সাভার ॥ শারমিন আক্তার নামের গৃহবধূকে গলা ও দুই পা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রবিবার গভীর রাতে আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, গভীর রাতে দুর্বৃত্তরা ওই বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে শারিমনকে গলা ও দুই পা কেটে মৃত ভেবে চলে যায়। পরে পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যালে ভর্তি করে। শারমিন বর্তমানে সেখানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। একইদিন গভীর রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর গ্রামে রাজীব খান বিশু নামের যুবককে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। অপরদিকে সোমবার দুপুরে পৌর এলাকার উত্তর চাঁপাইন মহল্লার বাসা থেকে লাবণী (১৫) নামের কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ। এর কারণ জানা যায়নি। গাজীপুর ॥ কালিয়াকৈরে নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ থেকে সোমবার এক সিকিউরিটি গার্ডের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সত্তর ম-ল (৪০)। সে টাঙ্গাইলের দেলদোয়ার উপজেলা সদরের একিন ম-লের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত সত্তর ম-ল কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গাচালা এলাকার থ্রি গ্লাস ইন্ডাস্টিজ লিমিটেড কারখানায় সিকিউরিটি গার্ডের কাজ করত। ওই কারখানার নির্মাণাধীন বহুতল ভবনের ছাদের রডের সঙ্গে রশি দিয়ে সত্তর ম-লের লাশ বাঁধা ছিল। লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মুন্সীগঞ্জ ॥ গজারিয়ায় অজ্ঞাত পরিচয় (৫০) এক লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেঘনা ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। গজারিয়া থানার উপ-পরিদর্শক নিরু মিয়া জানান, সকালে মেঘনা ব্রিজের নিচে লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।
×