ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হনুমান ভয়ঙ্কর !

প্রকাশিত: ০৪:৩০, ৩০ আগস্ট ২০১৬

হনুমান ভয়ঙ্কর !

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, আগস্ট ২৯ ॥ ‘বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোরে’ এ বাক্যটির মতে যার যেখানে যথা স্থান, তাকে সেখানে থাকতে দিন। কিন্তু এদিকে বন্যার পানির কারণে খাদ্য সঙ্কটে পড়ে তাদের যথা স্থান ছেড়ে কালকিনির লোকালয়ে এসে পড়েছে বন্য হনুমানের একটি দল। তারা উপজেলার বিভিন্ন স্থানে ইতোমধ্যে ঘাঁটি জমাতে শুরু করেছে। বিশেষ করে এসব হনুমানদের দল হাট-বাজারের দোকানের সামনে এবং বিভিন্ন মার্কেটের সামনে ভিড় করছে। এ সময় উৎসুক সাধারণ মানুষ লোকালয়ে আশা হনুমানদের দেখে খাবার দেয়ার চেষ্টা করছেন। সরেজমিন গিয়ে দেখা গেছে, দেশের বিভিন্ন স্থানে বন্যার পানি বৃদ্ধি পাওয়ার পর বন্যপ্রাণীদের চরম খাবার সঙ্কট দেখা দেয়। এতে করে কালকিনি উপজেলা সদরসহ বিভিন্ন উঁচু ভূমিতে বেশ কিছু হনুমান জীবন বাঁচানোর তাগিতে স্থান নেয়। এবং তাদের মাঝে খাবার সঙ্কটের একটি তীব্রভাব দেখা যায়। খাবারের অভাবে বাড়ি বাড়ি এবং দোকান থেকে তারা খাবার যোগ্য মালামাল জোর করে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। তবে সরকারী পর্যায় হনুমানদের কোন খাবার দেয়ার ব্যবস্থা না থাকায় বর্তমানে পশু পাখিপ্রেমী সাধারণ মানুষেরা তাদের আশ্রয় দিয়ে খাবার দিচ্ছেন। এবং তাদের নিরাপদে রাখার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যৌন হয়রানির মিথ্যা অভিযোগ ॥ শিক্ষার্থী বহিষ্কার রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির মিথ্যা অভিযোগ আনায় শাপলা সুলতানা নামের ছাত্রীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ৪৬৭তম সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেয়া হয়। শাপলা বিশ্ববিদ্যালয়ের ভাষা (উর্দু) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং রোকেয়া হলের আবাসিক ছাত্রী। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর সূত্রে জানা যায়, রাবি উপাচার্য অধ্যাপক মিজানউদ্দিনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে দুই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেয়া হয়েছে। এর মধ্যে চেক জালিয়াতির দায়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী রেজিস্ট্রার রুহুল আমিনের পাঁচ বছরের পদোন্নতি এবং ইনক্রিমেন্ট বন্ধ করা হয়। বিশ্ববিদ্যালয়ের গাছ গোপনে বিক্রির দায়ে মুন্নুজান হলের সিনিয়র উপ-পরিচালক (ক্রীড়া) রোকসানা পারভীনকে ৪০ হাজার টাকা জরিমানা এবং পাঁচ বছরের ইনক্রিমেন্ট বন্ধ করা হয়েছে।
×