ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শ্রমিক কল্যাণ তহবিলে টাকা দিচ্ছে না ৪৬ ব্যাংক

প্রকাশিত: ০৪:২৮, ৩০ আগস্ট ২০১৬

শ্রমিক কল্যাণ তহবিলে টাকা দিচ্ছে না ৪৬ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের কল্যাণে সরকার কর্তৃক গঠিত তহবিলে নির্দেশনা অমান্য করে টাকা জমা দিচ্ছে না ৪৬টি ব্যাংক। ঋণপত্র (এলসি) নগদায়নের সময় রফতানির মূল্যের শতকরা ৩ পয়সা হারে অর্থ কেটে নিয়ে তা ‘কেন্দ্রীয় তহবিল (আরএমজি সেক্টর)’ হিসাবে জমা করার কথা। তবে ১০ ব্যাংক ছাড়া ওই নির্দেশনা বাকি ব্যাংকগুলো পরিপালন করছে না। এই নির্দেশনা পরিপালনের জন্য রবিবার ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সূত্র জানায়, শতভাগ রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য কেন্দ্রীয় কল্যাণ ফান্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ওই তহবিল পরিচালনা কমিটির চেয়ারম্যান। তহবিলে টাকা জমার দেয়ার জন্য সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখায় একটি হিসাব খোলা হয়েছে। এলসি নগদায়নের সময় মোট রফতানি মূল্যের শতকরা ৩ পয়সা করে কেটে তা ওই হিসাবে জমা করার কথা। পরবর্তী মাসের ৭ দিনের মধ্যে জমা সংক্রান্ত তথ্য তহবিল পরিচালনা কমিটিকে জানানোর নির্দেশনা রয়েছে। গত ১৭ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত ট্রাস্ট ব্যাংক, ইসলামী ব্যাংক, বেসিক, ন্যাশনাল, যমুনা, ইস্টার্ন, জনতা, আইএফআইসি, স্ট্যান্ডার্ড ও সিটি ব্যাংক ওই তহবিলে ৭২ লাখ ২৮ হাজার টাকা জমা করেছে বলে তথ্য পাঠিয়েছে। বাকি ব্যাংকগুলো কোন অর্থ জমা করেছে কিনা সে সম্পর্কিত কোন তথ্য ওই কমিটির কাছে নেই। জানা গেছে, গত জুনে ২২ হাজার কোটি টাকার বেশি পোশাক শিল্প থেকে রফতানি আয় হয়েছে। ওই হিসেবে কেন্দ্রীয় তহবিলে ৬ কোটি টাকা জমা হওয়ার কথা। অধিক পরিমাণে রফতানি বিল নগদায়ন হওয়া ব্যাংক এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড, সিটি ব্যাংক এনএ, ব্র্যাক, ঢাকা, ইউসিবি ও সোনালী ব্যাংক টাকা জমা দিচ্ছে কি- না তা জানা যায়নি। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে পূর্বের নির্দেশনা মোতাবেক নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে রাখা সংক্রান্ত তথ্য সুনির্দিষ্ট সময়ের মধ্যে জানানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে। দক্ষ মানবসম্পদ তৈরিতে এডিবি আর্থিক সহায়তা দিতে আগ্রহী দক্ষ আইটি জনবল গড়ে তোলা এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশে (২০১৭-২০২২) একটি প্রকল্পে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদানে আগ্রহী। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তত্ত্বাবধানে প্রাথমিকভাবে নির্বাচিত দেশের নয়টি বিশ্ববিদ্যালয়ে (ঢাকা, বুয়েট, জাহাঙ্গীরনগর, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি, আইইউটি, ইস্ট ওয়েস্ট, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি, ব্র্যাক এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি) এবং হাইটেক পার্ক কর্তৃপক্ষের মাধ্যমে আইটি সেক্টরে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। সোমবার ইউজিসি ভবনে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, আইসিটি বিষয়ক প্রাইভেট সেক্টরের প্রতিনিধিবৃন্দ এবং নয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দের সাথে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান মতবিনিময় করেন। -বিজ্ঞপ্তি
×