ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুই কোম্পানির দরবৃদ্ধির পেছনে কোন কারণ নেই

প্রকাশিত: ০৪:২৬, ৩০ আগস্ট ২০১৬

দুই কোম্পানির দরবৃদ্ধির পেছনে কোন কারণ নেই

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার লেনদেনে প্রভাব ফেলবে এমন কোন তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি দুটির কর্তৃপক্ষ। কোম্পানি দুটি হচ্ছে- এমবি ফার্মা লিমিটেড ও মডার্ন ডাইং এ্যান্ড স্ক্রিন প্রিন্টিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানি দুটির কাছে রবিবার চিঠি পাঠায়। এর জবাবে কোম্পানি দুটির পক্ষ থেকে জানানো হয়, শেয়ার লেনদেনে প্রভাব ফেলতে পারে এমন কোন অপ্রকাশিত তথ্য নেই কোম্পানির কাছে। অন্যদিকে মডার্ন ডাইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কোম্পানির শেয়ার লেনদেনে বোর্ডের কোন সদস্যরা জড়িত নেই। তবে কোম্পানির শেয়ার দর বাড়ার কোন তথ্য কোম্পানির কাছে নেই। -অর্থনৈতিক রিপোর্টার বিডি ফাইন্যান্সের উদ্যোক্তার শেয়ার বিক্রি সম্পন্ন ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের কোম্পানি বিডি ফিন্যান্স লিমিটেডের উদ্যোক্তার পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রি সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বিডি ফিন্যান্সের দুই উদ্যোক্তা তারেক আকবর আলী ও সেলিনা তারেক পূর্বঘোষণা অনুযায়ী যথক্রমে ৩ লাখ ৭৬ হাজার ২৯৫টি শেয়ার ও ৪৬ হাজার ২৮০টি শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। উল্লেখ্য, এই দুই উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দেয়ার ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লিখিত পরিমাণ শেয়ার বেচা সম্পন্ন করেছেন। -অর্থনৈতিক রিপোর্টার
×