ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দরবৃদ্ধির তালিকায় ৯টিই বীমা খাতের কোম্পানি

প্রকাশিত: ০৪:২৫, ৩০ আগস্ট ২০১৬

দরবৃদ্ধির তালিকায় ৯টিই বীমা খাতের কোম্পানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় বীমা খাতের রাজত্ব রয়েছে। দীর্ঘদিন পর এ খাতের কোম্পানিগুলোর দর বেড়েছে। শুধু তাই নয়, সোমবারে দরবৃদ্ধি শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৯টিই বীমা খাতের কোম্পানি। ডিএসইর তথ্য অনুযায়ী, দরবৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে থাকা মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ১ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৮২ শতাংশ দর বেড়েছে। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১২ টাকা ৩০ পয়সা দরে। এদিন কোম্পানিটি ১৭২ বারে ৩ লাখ ৪২ হাজার ৮০টি শেয়ার লেনদেন করে। তালিকার তৃতীয় স্থানে থাকা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ১ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ২৯ শতাংশ দর বেড়েছে। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১৫ টাকা ৩০ পয়সা দরে। এদিন কোম্পানিটি ৪২০ বারে ১২ লাখ ৪ হাজার ৫১৭টি শেয়ার লেনদেন করে। তালিকার চতুর্থ স্থানে থাকা অগ্রণী ইন্স্যুরেন্সের ১ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ২ শতাংশ দর বেড়েছে। এই তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে গ্লোবাল ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯ শতাংশ, নর্দার্ন ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৯৬ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ৬ দশমিক ১৯ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৯৪ শতাংশ, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৫৫ শতাংশ ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৫৬ শতাংশ দর বেড়েছে।
×