ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

প্রকাশিত: ০৪:২৫, ৩০ আগস্ট ২০১৬

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সূচকের সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় প্রায় ১২ শতাংশ লেনদেন কমেছে। তবে দিনটিতে দীর্ঘদিন দর কমে তলানিতে থাকা বীমা খাতের কোম্পানিগুলোর প্রতি আলাদা চাহিদা বেড়েছে। শুধু তাই নয়, সোমবারে দরবৃদ্ধির শীর্ষ ১০টির মধ্যে ৯টিই বীমা খাতের কোম্পানি। তবে তালিকাভুক্ত জীবন বিমার চারটি কোম্পানির দর কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৪১০ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৫৪ কোটি ৯৬ লাখ টাকা কম। রবিবার ডিএসইতে ৪৬৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। সোমবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক দশমিক ৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৩৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১০১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৩৬ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : মবিল যমুনা বিডি, ন্যাশনাল টিউবস, বিএসআরএম লিমিটেড, ফার কেমিক্যাল, শাহজিবাজার পাওয়ার, আলহাজ টেক্সটাইল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, অলিম্পিক এক্সেসরিজ, এ্যাপেক্স ফুডস ও মিথুন নিটিং। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : সাভার রিফ্যাক্টরিজ, মডার্ন ডাইং, সামাতা লেদার, ঝিল বাংলা সুগার, কোহিনূর কেমিক্যাল, মিথুন নিটিং, স্ট্যান্ডার্ড সিরামিক, ইস্টার্ন ক্যাবলস ও নদার্ন জুটস। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯২০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : একমি ল্যাবরেটরিজ, লাফার্জ সুরমা সিমেন্ট, ফার কেমিক্যাল, বিএসআরএম লিমিটেড, কেয়া কসমেটিকস, স্কয়ার ফার্মা, অলিম্পিক এক্সেসরিজ, এস আলম স্ক্রিস্টাল, বেক্সিমকো ও এক্সিম ব্যাংক।
×