ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইয়েমেনে সেনা শিবিরে আত্মঘাতী হামলায় নিহত ৬০

প্রকাশিত: ০৪:২৪, ৩০ আগস্ট ২০১৬

ইয়েমেনে সেনা শিবিরে আত্মঘাতী হামলায় নিহত ৬০

ইয়েমেনের দ্বিতীয় বৃহত্তম নগরী এডেনের একটি সেনা প্রশিক্ষণ শিবিরে সোমবার আতœঘাতী বোমা হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। এক নিরাপত্তা কর্মকর্তা একথা জানান। খবর এএফপির। ওই কর্মকর্তা বলেন, হামলাকারী তার গাড়ি নিয়ে এডেনের উত্তরাঞ্চলের ওই সেনা শিবিরে নতুন নিয়োগপ্রাপ্তদের এক সমাবেশ দ্রুতগতিতে ঢুকে পড়ে এবং বিস্ফোরণ ঘটায়। বোমা হামলার শিকার ব্যক্তিদের স্থানীয় তিনটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্র জানায়, হামলায় কমপক্ষে নিহত হয়েছে ৬০ জন। এবং আহত হয়েছে আরও ২৯ জন। এডেনে হামলার দায় প্রায়ই স্বীকার করে থাকে আল-কায়েদা বা জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। কিন্তু সোমবারের হামলার বিষয়ে এখনও দায় স্বীকার করেনি কোন পক্ষ। জিহাদীদের কাছ থেকে প্রতিবেশী দক্ষিণাঞ্চলের প্রদেশটি পুনর্দখলের অংশ হিসেবে গত দুই মাস ধরে শত শত সৈন্যকে এডেনে প্রশিক্ষণ দিচ্ছে ইয়েমেনী কর্তৃপক্ষ। এর আগে গত মাসে সৌদি নেতৃত্বাধীন জোটের সমর্থনে ইয়েমেনী সরকারী বাহিনী প্রবেশ করে আবিয়ান প্রদেশের রাজধানী জিনজিবারে।
×