ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৫১ দিন পর কাশ্মীর থেকে কার্ফু প্রত্যাহার

প্রকাশিত: ০৪:২৪, ৩০ আগস্ট ২০১৬

৫১ দিন পর কাশ্মীর থেকে কার্ফু প্রত্যাহার

ভারতীয় কর্তৃপক্ষ ৫১ দিন পর সোমবার কাশ্মীর থেকে কার্ফু তুলে নিয়েছে। গত ৯ জুলাই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অস্থিরতা শুরু হয়। এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, গোটা কাশ্মীর উপত্যকা থেকে কার্ফু তুলে নেয়া হয়েছে। তবে পুলওয়ামা শহর এবং নওহাট্টার আওতাধীন এলাকাসমূহ ও শ্রীনগরের এমআর গুঞ্জ থানায় কার্ফু বলবত থাকবে। তবে কাশ্মীর থেকে কার্ফু প্রত্যাহার সত্ত্বেও জঙ্গীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। খবর আইএএনএসের। সূত্র জানায়, রবিবার সন্ধ্যায় নিরাপত্তা সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠকে কাশ্মীর থেকে কার্ফু প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়। ভারতের সকল রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল ৩ সেপ্টেম্বর কাশ্মীর সফরের পরিকল্পনা করছে। প্রতিটি দলের সিনিয়র নেতৃবৃন্দ এ প্রতিনিধি দলে রয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংয়ের এ প্রতিনিধি দলের সঙ্গে থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে কার্ফু প্রত্যাহার সত্ত্বেও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা সরকারের দমন-নিপীড়নের বিরুদ্ধে তাদের প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। গত সপ্তাহে এক বিবৃতিতে বিচ্ছিন্নতাবাদীরা ১ সেপ্টেম্বর পর্যন্ত তাদের বন্ধ অব্যাহত রাখার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সকল সিনিয়র নেতাকে শ্রীনগর শহরে বন্দী রাখা হয়েছে।
×