ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কলম্বিয়ায় ৫২ বছর পর অস্ত্রবিরতি কার্যকর শুরু

প্রকাশিত: ০৪:২৩, ৩০ আগস্ট ২০১৬

কলম্বিয়ায় ৫২ বছর পর অস্ত্রবিরতি কার্যকর শুরু

কলম্বিয়ায় প্রধান বামপন্থী বিদ্রোহী সংগঠন ও সরকারের মধ্যে একটি অস্ত্রবিরতি কার্যকর সোমবার শুরু হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে প্রায় ৫২ বছর ধরে চলা বিদ্রোহের অবসান হতে যাচ্ছে। কিউবায় কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠী দ্য রেভ্যুলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক) ও সরকারের মধ্যে চার বছর ধরে আলোচনার পর স্থানীয় সময় রবিবার মধ্যরাত থেকে এই অস্ত্রবিরতি কার্যকর হয়। যদিও দুই পক্ষের মধ্যে চূড়ান্ত অস্ত্রবিরতি চুক্তি আগামী মাসে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। ফার্ক নেতা রডরিগো লন্ডোনো গুলিবর্ষণ বন্ধের নির্দেশ দেন। তিনি টিমোলিয়ন জিমেনেজ বা টিমোচেনকো নামে পরিচিত। তিনি বলেন, বাবা-মাদের আর কখনও যুদ্ধে নিহত তাদের সন্তানদের সমাহিত করতে হবে না। সব ধরনের শত্রুতা ও বৈরিতা এখন শুধুই অতীত। হাভানায় গণমাধ্যমের সামনে রবিবার অস্ত্রবিরতির ঘোষণা দিয়ে ফার্ক নেতা জিমেনেজ বলেন, ‘আমি আমাদের সব কমান্ডার ও ইউনিটকে এবং প্রতিটি সদস্যকে রবিবার মধ্যরাত থেকে কলম্বিয়া সরকারের বিরুদ্ধে সব ধরনের হামলা বন্ধের নির্দেশ দিচ্ছি। তিনি আরও বলেন, কলম্বিয়ার প্রেসিডেন্টও সেনাবাহিনীকে ফার্কের ওপর হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন। আমরাও আমাদের বাহিনীকে সরকারের বিরুদ্ধে হামলা বন্ধে একই ধরনের নির্দেশ দিচ্ছি। কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস এর আগে রবিবার মধ্যরাত থেকে ফার্কের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধে একটি ডিক্রি জারি করেন। -এএফপি
×